নকীব উদ্দিন গাজী, নামখানা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনা দলুই. টানা দু’বছর ধরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসছে না উপপ্রধান সোনা দোলুই। বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনা দোলুই এর অভিযোগ তাকে কোনরকম কাজ করতে দেওয়া হয় না পঞ্চায়েতের পক্ষ থেকে। তার অভিযোগ বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস এবং বুধাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান তার বুথ সহ বুধা খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন রকম কাজ করতে দেন না। এমনকি বুধাখালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বেশিরভাগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হয়। আর সেই ঘটনার প্রতিবাদ করলে পঞ্চায়েত কার্যালয় থেকে তাকে বের করে দেন পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস। বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনরকম সরকারি কাজ উপপ্রধানকে করতে দেওয়া হয় না বলে অভিযোগ উপ-প্রধানের। তাই টানা দু’বছর ধরে পঞ্চায়েত কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনা দোলুই। অপর দিকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সোনা দলুইয়ের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলে দাবি করছেন বুধা খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস এবং বুধাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান। বুধখালি গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৯ জন. তৃণমূলের সদস্য ১৬ জন. ২ জন সিপিআইএম. ১ জন বিজেপি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct