আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের ২৩০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম চ্যাপলেইন হিসেবে সিদরা মাহমুদা যোগ দিলেন। তার প্রধান দায়িত্ব হবে ইসলামী খাদ্যতালিকা আইন অনুসারে মুসলিম ছাত্রদের ডাইনিং সার্ভিসকে সহযোগিতা করা এবং সব শিক্ষার্থীর আধ্যাত্মিক উন্নয়নে সহায়তা করা। তিনি মাউন্ট হলিওক কলেজ থেকে জীববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে পিএইচডির প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তী সময়ে চ্যাপলেইন হিসেবে পড়াশোনা শুরু করেন। ইসলামিক সেমিনারিতে পাঁচ বছর অধ্যয়নের পর চ্যাপলেইন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেন। এরপর ফিনিক্সের একটি হাসপাতালে চ্যাপলেইন হিসেবে দায়িত্ব পালন করেন। উইলিয়ামস রেকর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে চ্যাপলেইন্সিকে জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আমি জীবনের শেষ মুহূর্তের ২৩৮টি কেস পর্যবেক্ষণ করেছি। আমার জন্য তা খুবই কঠিন মুহূর্ত ছিল। এ দায়িত্বকে আমি মেষপালকের মতো মনে করি, যার বর্ণনা হাদিসে এসেছে। রাসুল (সা.) বলেছেন, তোমরা সবাই একজন রাখাল। তোমরা মেষপালের দায়িত্ব সম্পর্কে দায়ী থাকবে।’ সিদরা মাহমুদের আগে কলেজটিতে এই দায়িত্ব পালন করেন আসিল আবুলহাব। ইসলামী নির্দেশনা মতে, রমজানে খাবার পরিবেশনের পাশাপাশি সবার খাবার নিশ্চিত করা ছিল তাঁর দায়িত্ব। এই পদে অন্যদের অনুপ্রেরণা হিসেবে নিয়ে কাজ করবেন উল্লেখ করে সিদরা বলেন, ‘আমার কলেজজীবনের প্রথম বর্ষে কোনো মুসলিম চ্যাপলেইন ছিল না। কিন্তু দ্বিতীয় বছর একজনকে পেয়েছিলাম। তিনি আমার আধ্যাত্মিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’ উইলিয়ামস কলেজ ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজের মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের আধ্যাত্মিক সহায়তা ও নির্দেশনা দিতে কাজ করেন চ্যাপলেইনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct