আপনজন ডেস্ক: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরুর কথা ভাবছে কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে উত্তরে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করে কংগ্রেস। সেই পদযাত্রার সাফল্যের রেশ থাকতে থাকতে দ্বিতীয় যাত্রা করতে চাইছে দলটি। প্রস্তাবিত সেই যাত্রা হবে পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত। রবিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের অধিবেশনে এই তথ্য জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। এদিন কংগ্রেসের অধিবেশনে রাহুল গান্ধিরর ভাষণজুড়ে ছিল ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ওই যাত্রাকে তিনি ‘তপস্যা’ বলে অভিহিত করে বলেছেন, সেই ‘তপস্যা’ তিনি আরও এগিয়ে নিতে চান।
রাহুলের ভাষণের পরই সংবাদমাধ্যমকে জয়রাম রমেশ বলেন, প্রথমটির মতো দ্বিতীয় যাত্রা শুরুর কথা ভাবা হয়েছে। সেটা হতে পারে পূর্বে অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। তবে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার চরিত্র কিছুটা পৃথক হবে। তিনি বলেন, দলের সবাই খুবই আগ্রহী। প্রত্যেকেই চাইছেন আরও এক যাত্রা শুরু করা হোক। সে জন্যই এই পূর্ব-পশ্চিম যাত্রার কথা ভাবা হয়েছে। তবে প্রথম ভারত জোড়ো যাত্রার বহর ও জাঁকজমক যতটা ছিল, দ্বিতীয় যাত্রায় ততটা থাকবে না। যাত্রীসংখ্যাও প্রথমটির তুলনায় কম রাখার কথা ভাবা হয়েছে। এ কথা জানিয়ে জয়রাম বলেন, পূর্ব-পশ্চিমের যাত্রাপথে অনেকগুলো জঙ্গল পড়বে। নদী ও জলাশয় পড়বে। সব জায়গায় হাঁটা সম্ভব নয়। তাই দ্বিতীয় যাত্রার চরিত্র হবে মিশ্র। পূর্ব-পশ্চিমের ভারত জোড়ো যাত্রা কবে শুরু হবে, তা এখনো ঠিক হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে জানিয়ে জয়রাম রমেশ বলেন, এপ্রিল-মে মাসে কর্ণাটকে ভোট। জুন মাস থেকে শুরু হবে বর্ষা। নভেম্বরে আবার বিধানসভার ভোট রয়েছে কয়েকটি রাজ্যে। তাই জুন অথবা নভেম্বরের আগে যাত্রা শুরু ও শেষ করা যায় কি না, সেটি ভাবা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct