নিজস্ব প্রতিবেদক, সাগরদিঘি: আজ সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচন। বর্তমানে এই উপনির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা রয়েছে জেলা রাজনৈতিক মহলে। রবিবার দুপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে এই নির্বাচনকে ঘিরে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৪৭ হাজার। রয়েছে ২৪৬টি ভোট গ্রহণ কেন্দ্র। সবকটিই ভোট গ্রহণ কেন্দ্র কেই স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বুথে থাকছে সি.আর.পি.এফ জওয়ান। এছাড়াও সার্ভেল্যান্স টিম, ফ্লাইং স্কোয়াড সহ প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরারও বন্দোবস্তও থাকছে। সব মিলিয়ে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এককথায় সমস্ত ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্যোগে। সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওই এলাকায় একাধিক নাকা চেকিং পয়েন্ট গড়ে তোলা হয়েছে রবিবার দুপুর থেকে ওই বিধানসভা কেন্দ্রের ঢোকার এবং বেরোনোর সবকটি পয়েন্টে শুরু হয়েছে তল্লাশি অভিযান। রবিবার রাত ভোর সব কটি ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে নজরদারি প্রক্রিয়া বজায় থাকছে। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিয়েছে। সাগরদিঘি বিধানসভা নির্বাচনে এবার ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিনটি দলের মধ্যে। তাই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এবারের উপনির্বাচনে আমরা বাঙালির ড. ধনঞ্জয় ব্যানার্জি, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির রবীন্দ্র কুমার পণ্ডিত, এসডিপিআইয়ের মুহাম্মদ মণিরুজ্জামান ছাড়াও আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতি এখন সরগরম।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরি, বিজেপির শুভেন্দু অধিকারী আদা জল খেয়ে নির্বাচনী প্রচারে লেগেছেন।
উল্লেখ্য, মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারই বেশি। ২০১১ সালের জনগণনা অনুযায়ী সাগরদিঘী ব্লকে মুসলিম জনসংখ্যার হার ৬৪.৬৭ শতাংশ। আর হিন্দু জনসংখ্যার হার ৩১.৫৫ শতাংশ। । যদিও বিগত নির্বাচনগুলিতে সাগরদিঘীতে সংখ্যালঘুরা দ্বিধাহীনভাবে ধর্মীয় বিভাজনের ফাঁদে পা না দিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত সাহাকেই ভোট দিয়েছেনে উজাড় হয়ে। এবারের তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের আশা, তিনিও সংখ্যালঘুদের সিংহভাগ ভোট পাবেন। নির্বাচন কমিশনের তথ্য মত্যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা ৫০.৯৫ শতাংশ ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী মাফুজা খাতুন পেয়েছেন ২৪.০৮ শতাংশ ভোট। আর কংগ্রেস প্রার্থী সেখ এম হাসানুজ্জামান পেয়েছেন ১৯.৪৫ শতাংশ ভোট। যদিও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ২৬.২৩ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ও সিপিএমের ভোট কাটাকাটির দৌলতে জয়ী হয়েছিলেন সুব্রত সাহা। এবার শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্র জানাচ্ছে, এলাকার গরিব ও যুব শ্রেণি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের পক্ষে ঝুঁকে পড়ায় তৃণমূল জয়ের ব্যাপারে দ্বিধায়। তাই হয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি নিয়ে বলেছেন, কংগ্রেস প্রার্থী জিতলে তো বিজেপি চলে যাবেন। তবে, সাগরদিঘি উপনির্বাচনে কে শেষ হাসি হাসবেন তা জানা যাবে আগামী ২ মার্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct