জীবন বিজ্ঞান
সময়— ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু মাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
(নিয়মিত পরীক্ষার্থীদের জন্য, পূর্ণমান— ৯০)
বিভাগ- ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ১x১৫=১৫
১.১ সঠিক জোড়টি নির্বাচন করো:
(ক) ড্রেনড্রন— নিউরোনে আসা নির্দেশকে পরবর্তী নিউরোনে
প্রেরণ করে।
(খ) অ্যাক্সন— নিউরোনের যাবতীয় বিপাক ক্রিয়া সংঘটিত করে।
(গ) স্নাযুসনিধি— একটি নিউরোন থেকে পরবর্তী নিউরোনে ভৌত— রাসায়নিক উপায়ে উদ্দীপনা প্রেরণ করে।
(ঘ) কোশদেহ— পূর্ববতী নিউরোন থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ
করে।
১.২ ইনসুলিন সম্পর্কিত নীচের যে বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো: (ক) অগ্নাশয়ের আইলেটস অফ লেঙ্গারহ্যান্স-এর বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
(খ) রক্তে শর্করার মাত্রা হাস পেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে
গ্লুকোজে ভেঙ্গে যেতে সাহায্য করে
(গ) ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়।
(ঘ) যকৃত, পেশিকোশ ও মেদকলায় গ্লুকাজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চিত করে।
১.৩ ক স্তম্ভে দেওয়া শব্দের সাথে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো:
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
A. অ্যামিবা i পেক্টোরালিস মেজর
B. অ্যামিবা ii মায়োটোম পেশী
C. মাছ iii সিউডোপোডিয়া
(ক) A- (i) B- (ii) C- (iii)
(খ) A- (ii) B-(iii) C- (i)
(গ) A- (ii) B-(i) C- (iii)
(ঘ) A- (iii) B-(i) C- (ii)
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিন্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে শনাক্তকরো:
(অ) প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবস্থিত কাইনেটোকোর নামক বিশেষ গঠন বেমতন্তুরর সঙ্গে সংযুক্ত হয়।
(আ) প্রতিটি মেরুতে পুনরায় নিউক্লিওয়াস সৃষ্টি হয় এবং নিউক্রিয় পর্দা গঠিত হয়।
(ক) (অ)-মেটাফেজ (আ)-টেলোফেজ
(খ) (অ)-আ্যানাফেজ (আ)-প্রফেজ
(গ) (অ)-টেলোফেজ (আ)-মেটাফেজ
(ঘ) (অ)-প্রফেজ (আ)-আ্যানাফেজ
১.৫ নিম্নলিখিত যে উদ্ভিদের পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয় সেটি চিহ্নিত করো:
(ক) ধান (খ) পাতাঝাঁঝি (গ) আম (ঘ) শিমুল।
১.৬ একজন মহিলার শরীরে উৎপন্ন গ্যামেটের ক্রোমোজোম যেরূপ হবে তা নির্ণয় করো:
(ক) 22A + XY (খ) 44A + XX
(গ) 22A + X (ঘ) 22A + Y
১.৭ একটি বিসমসংকর বেগুনি ফুল ও হলুদ বীজ বহনকারী মটর গাছের জিনোটাইপ শনাক্ত করো:
(ক) VvYy (খ) VVyy (গ) vvYY (ঘ) VVYY
১.৮ কোন প্রজাতির জীবের F1 জনুতে উৎপন্ন জীবের জেনোটাইপের অনুপাত যথাক্রমে SS : Ss = 50 : 50. এদের ৮ জনুতে সম্ভাব্য জিনোটাইপ দুটি শনাক্ত করো:
(ক) SS : ss (খ) SS : Ss
(গ) Ss : Ss (ঘ) Ss : ss
১.৯ তোমার পরিচিত একজন ছেলের বিকৃত হাড়ের গঠন, প্লিহার বৃদ্ধি ও অ্যানিমিয়া সৃষ্টির সাথে সাথে দেহে লৌহ সঞ্চয়ের সমস্যা দেখা যাচ্ছে। ছেলেটি যে জিন গঠিত রোগে আক্রান্ত বলে তোমার মনে হয় সেটি চিহ্নিত করো:
(ক) ডাউন সিনড্রোম খে) টার্নার সিনড্রোম (গ) হিমোফিলিয়া (ঘ) থ্যালাসেমিয়া
১.১০ মিলার ও উরের জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যার পরীক্ষায় ব্যবহৃত বস্ত গুলির অনুপাত নির্ণয় করো:
(ক) CH4 : NH3 : H2 = 1 : 2 : 2 খ) NH3 : H2 : CH4 = 1 : 2 : 2
(গ) CH4 : NH3 : H2 = 2 : 2 : 1 (ঘ) H2 : CH4 : NH3 = 1 : 1 : 2
১.১১ আধুনিক ঘোড়া যার থেকে উৎপত্তি লাভ করেছিল সেটি নির্বাচন করো:
(ক) মেরিচিপ্লাস (খ) মেসোহিপ্লাস
(গ) ইওহিপ্লাস (ঘ) প্রিওহিপ্লাস
১.১২ নিম্নলিখিত যেসব বৈশিষ্ট্যকে তুলনামূলক ভ্রূণ-তত্ত্বকে সমর্থন করে না সেটি চিহ্নিত করো:
(ক) গলবিলের বহিঃস্থ ফুলকা খাজের উপস্থিতি
(খ) ল্যাজ সদৃশ গঠনের উপস্থিতি
(গ) দুটি প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ডের উপস্থিতি
(ঘ) মায়াটোপ পেশির উপস্থিতি
১.১৩ পরিবেশের নাইট্রিক অক্সাইড গ্যাসের সাথে অক্সিজেন ও
হাইড্রোকার্বনের বিক্রিয়া করে যেটি উৎপন্ন হয় সেটি চিহ্নিত করো:
(ক) কুয়াশা
(খ) আলোক রাসায়নিক ধোঁয়াশা
(গ) পার অক্সি আসিটাইল নাইট্রেট
(ঘ) CO2
১.১৪ নীচের যে জোড়টি সঠিক নয় তা স্থির করো:
(ক) জীব বিবর্ধন খাদ্য শৃঙ্খলের নীচ থেকে উচ্চতর পুষ্টিস্তরে দূষকের ক্রমবর্ধমান সঞ্চয়
(খ) জলাভূমি — প্রাকৃতিক বৃক্ক
(গ) বায়োডাইভারসিটি— W.G. Rosen
(ঘ) পশ্চিমঘাট ও শ্রীলংকা—সোনালী গ্রীবা ময়না
১.১৫ নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে যেটি ভারতে প্রথম স্থাপিত হয়েছিল, সেটি স্থির করো:
(ক) সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ
(খ) অগস্থ্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ
(গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
(ঘ) মানস বায়োস্ফিয়ার রিজার্ভ
বিভাগ- খ
২. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো: ১x২১=২১
নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও:(যে কোনো পাঁচটি) ১x৫=৫
২.১ পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ক্ষমতাকে বলে________।
২.২. ________ হল সরল প্রত্যক্ষ কোশ বিভাজন পদ্ধতি যার মধ্যে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ছাড়াই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি ঘটায়।
২.৩ ক্রোমোজোমের ________হল নির্দিষ্ট স্থান যেখানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে।
২.৪ মাছের ________মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে ওকমিয়ে যথাক্রমে জলে ডুবতে ও ভেসে উঠতে সাহায্য করে।
২.৫. ________ রাসায়নিক পদার্থ মার্বেল বা চুনাপাথর নির্মিত
স্মৃতিসৌধের ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সৌধের উজ্জ্বলতা ম্লান করে দেয়।
২.৬ ওড়িশার ________অভয়ারণ্যে কুমির প্রজনন ও পরিচালন প্রশিক্ষণ কেন্দ্র গড়া হয়েছে।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে কোন পাঁচটি) ১x৫=৫
২.৭ উদ্ভিদের প্রধান মূল থেকে নির্গত পাম্বীয় মূল তির্যক অভিকর্ষবতী চলন দেখায়।
২.৮ উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিসে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়।
২.৯ BS × bs গ্যামেট থেকে F1 জনুতে প্রাপ্ত গিনিপিগের জেনোটাইপ হবে BSBS
২.১০ ডারউইন-এর মতবাদ অনুযায়ী মানুষের কর্ণছত্রের অব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে।
২.১১ আালগাল ব্লুম-এর ফলে ইউট্রোফিকেশন ঘটে।
২.১.২ স্নায়ুকোশে একটি নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকে ।
‘A’-স্তম্ভে দেওয়া শব্দের সাথে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) ১x৫=৫
‘A’ স্তম্ভ ‘B’ স্তম্ভ
২.১.৩ বীজের সুপ্তাবস্থা দূরীকরণ (ক) হ্যান্ডেন
২.১.৪ কোরকোগম (খ) একই জেনোটাইপ ও ফেনোটাইপ
২.১.৫ সন্ধ্যামালতী (গ) হাইড্রা
২.১.৬ হট ডাইলিউট সুপ (ঘ) জিব্বেরেলিন
২.১.৭ Vibrio cholerae (ঙ) ওপারিন
২.১.৮ বার্ধক্য (চ) পানীয় জল (ছ) দৃষ্টিশক্তি গ্রাস
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: (যেকোনো ছটি) ১x৬=৬
২.১৯ বিষদৃশ শব্দটি বেছে লেখো: LH, FSH, TSH, ICSH
২.২০ CSF এর একটি কাজ লেখো।
২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
G-1 : S : : প্রফেজ: ______
২.২২ তুমি তোমার জিহ্বা গোটাতে পারো কিন্তু তোমার বন্ধু পারে না । এই বৈশিষ্ট্যটি কার ক্ষেত্রে প্রকট এবং কার ক্ষেত্রে প্রচ্ছন্ন সেটি লেখো ।
২.২৩ একটি শিশুর জন্ম থেকেই তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অস্থিসন্ধিতে আভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাতে ব্যথা হয়, অস্থিসন্ধির বিকৃতি ঘটে। যে রোগে শিশুটি আক্রান্ত সেটির নাম লেখো।
২.২৪ উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম উল্লেখ করো।
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো ৪ খাদ্য উৎপাদন, ঔষধ প্রস্তুতি, জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণ।
২.২৬ কোনো লুপ্তপ্রায় উদ্ভিদের বীজ এবং পরাগরেণু তোমাকে সংরক্ষণ করতে বলা হয়েছে। তুমি যে পদ্ধতি অবলম্বন করবে তার নামটি লেখো।
বিভাগ-গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যেকোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো: ২x১২=২৪
৩.১ নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে উদ্ভিদের ন্যাস্টিক চলন ও ট্রপিকচলনের
পার্থক্য নিরুপণ করো:
(ক) উদ্দীপকের প্রভাব খে) অঙ্গের বৃদ্ধি
(গ) উদ্ভিদের চলন অঙ্গ ঘে) অক্সিনের প্রভাব
৩.২ নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি জন্মগত এবং কোনটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া নির্ণয় করোঃ
(ক) কাশি হওয়া (খ) সাইকেল চালানো
(গ) আবৃত্তি করা (ঘ) হাঁটতে যাওয়া
৩.৩ উদ্ভিদের নিন্নলিখিত ক্রিয়াগুলির উপরে অক্সিন হরমোনের প্রভাব আলোচনা করো:
(ক) অগ্রস্থ প্রকটতা (খে) টপিক চলন
৩.৪ ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস রোগ দুটির নিন্নলিখিত বিষয় ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো:
(ক) রোগের কারণ কে) রোগের উপসর্গ
৩.৫ ক্ষারীয় রঞ্জুকে রঞ্জিত হওয়ার প্রকৃতি ও সক্রিয় জিনের উপস্থিতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্যারিওটিন ও হেটারোক্রোমোটিনের পার্থক্য নিরূপণ করো ।
৩.৬ মানুষের দেহকোশে কোশচক্রের গুরুত্ব আলোচনা করো।
৩.৭ নিম্নলিখিত পদ্ধতি দ্বারা বংশবিস্তার করে এরূপ একটি করে জীবের নাম লেখো:
(ক) খন্ডিভবন (খ) পুনরুৎপাদন
৩.৮ বেগুনি ফুলযুক্ত মটর গাছের সঙ্গে সাদা ফুলযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানোর পর দেখা গেল অপত্য জনুতে বেগুনি ফুলযুক্ত মটর গাছ এবং সাদা ফুলযুক্ত মটর গাছের অনুপাত 1:1 জনিতৃ গাছ দুটির সম্ভাব্য জেনোটাইপ কি ছিল তা নির্ণয় কর।
৩.৯ সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে মেন্ডেলের প্রথম সুত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি বুঝিয়ে দাও।
৩.১০ হিমোফিলিয়ায় কারণ ও লক্ষণ উল্লেখ করো।
৩.১১ অভিব্যক্তির গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তীরচিহ্ন সহকারে উল্লেখ করো।
৩.১২ ‘ব্যবহার এবং অপব্যবহার’ সূত্রটির পক্ষে একটি ব্যবহারের জন্য অভিব্যক্তি ও একটি অপব্যবহারের ফলে অভিব্যক্তির উদাহরণ দাও।
৩.১৩ সমসংস্থ অঙ্গ কিভাবে সমবৃত্তীয় অঙ্গ থেকে ভিন্ন উদাহরণ সহকারে বুঝিয়ে দাও।
৩.১৪ নাইট্রোজেনের জীবজ আবদ্ধকরণ কিভাবে ঘটে ব্যাখ্যা করো ।
৩.১৫ জীববৈচিত্রের হটস্পটের শর্তগুলি উল্লেখ করো ।
৩.১৬ নিম্নলিখিত কারণগুলি কিভাবে জীববৈচিত্রের হ্রাস ঘটায় বুঝিয়ে দাও:
(ক) জমি ব্যবহারের ধরন পরিবর্তন
(খ) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
৩.১৭ তুমি বনবিভাগে চাকরি পেলে কিভাবে JFM এর প্রয়োগ করবে তা লেখো।
বিভাগ ‘ঘ’
৪। নীচের ৬টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো: ৫x৬=৩০
৪.১ মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ-এর একটি বৈজ্ঞানিক চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো: ৩+২=৫
(ক) কর্নিয়া (খ) পীতবিন্দু
(গ) আইরিশ (ঘ) ভিট্রিয়াস হিউমার অথবা ০একটি প্রাণী কোশের মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার বৈজ্ঞানিক চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ৩+২=৫
(ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোজোম
(গ) নিরবচ্ছিন্ন বেমতন্তু (ঘ) ক্রোমোজোমাল বেমতন্তু
৪.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন ও যৌন জননের
পার্থক্য নিরূপণ করো:
(ক) জনিত জনুর সংখ্যা
(খ) গ্যামেট উৎপাদন
(গ) অপত্যজনুর প্রকৃতি
ঝাড়গ্রাম ঘুরতে গিয়ে তুঁত গাছ দেখতে পেলাম বিদ্যালয়ের বাগানে এই গাছ লাগাব কিন্তু বীজ বা চারা পাওয়া গেল না। আমি কী কী উপায়ে অবলম্বন করে শীঘ্রই ওই গাছের বিস্তার বিদ্যালয়ের বাগানে করতে পারি তা লেখো ।
২+৩=৬
অথবা
নিষেকের ফলে ফুলের নিম্নলিখিত অংশগুলির কি পরিবর্তন হয় তা
উল্লেখ করো:
ডিম্বক ডিম্বাণু
‘মানুষের বার্ধক্য দর্শা বয়ঃসন্ধি দশার প্রায় বিপরীত’। উক্তিটির স্বপক্ষে
যুক্তি দেখাও । ২+৩=৫
৪.৩ একটি বিশুদ্ধ কালো লোমযুক্ত (BB) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা লোমযুক্ত (bb) গিনিপিগের সংকরায়নের ফলাফল একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। এক সংকর জননের পরীক্ষার বিশ্লেষণ করে মেন্ডেল তার যে সূত্রটি উপস্থাপন করেছিলেন সেটি লেখো । ৩+২=৫
অথবা
একজন বর্ণাদ্ধ বাহক মহিলার সঙ্গে একজন বর্ণাদ্ধ পুরুষের বিবাহেরপরে তাদের সন্তানদের মধ্যে বর্ণাদ্ধতার উপস্থিতি বিচার করো।
তোমাদের পাড়ায় জেনেটিক কাউন্সেলিং এর ক্যাম্প শুরু হয়েছে। কী কী বিষয়ে সচেতনতামূলক কাজ সেখানে হবে বলে তোমার মনে হয় ?
৩+২=৫
৪.৪ “অস্তিত্বের জন্য সংগ্রাম” এবং ‘প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদবর্তন’ এই দুটি প্রতিপাদ্য বিষয় সম্পর্কে ব্যাখ্যা দাও।
খেচর প্রাণী হিসেবে কী কী অভিযোজনের মাধ্যমে পায়রা নিজেকে মানিয়ে নিয়েছে তা লেখো। ৩+২=৫
অথবা মেসোহিপ্লাস, মেরিচিপ্লাস এবং প্লিওহিপ্লাস ঘোড়ার বৈশিষ্ট্যগুলির মাধ্যমে ঘোড়ার বিবর্তন বুঝিয়ে দাও।
শিম্পাঞ্জির মধ্যে আচরণগত অভিযোজনগুলি উল্লেখ করো। ৩+২=৫
৪.৫ মানুষ কীভাবে নাইট্রোজেন চক্র প্রভাবিত করে ব্যাখ্যা দাও।
ফুসফুসের ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো। ৩+২=৫
অথবা তোমাদের বাড়ির কাছে একটি রাসায়নিক কারখানা খুলেছে। কী কী
দূষণের কী কী প্রভাব তোমাদের অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে তোমার মনে হয় ?
নিন্নলিখিত জীবগুলিকে মানুষের ব্যবহারের বর্ণনার মাধ্যমে জীব বৈচিত্রের গুরুত্ব বুঝিয়ে দাও: ৩+২=৫
(ক) পেনিসিলিয়াম (খ) রেশম মথ
(গ) তুলো (ঘ) পোলট্রি পাখি
৪.৬ ‘সুন্দরবনের জীববৈচিত্র আজ সংকটের মুখে’। উক্তিটির স্বপক্ষে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোকপাত করো:
(ক) নগরায়নের জন্য লবণাক্ত উদ্ভিদ ধ্বংস
(খ) মিষ্টি জলের সংকট
(গ) খাদ্যশৃঙ্খলের ভারসাম্য ব্যাঘাত
(ঘ) বাসস্থান ধবংস
তুমি টাইগার প্রজেক্ট-এর সঙ্গে যুক্ত হয়ে বক্সা টাইগার রিজার্ভে কাজ করছ। কী কী পদক্ষেপ তুমি গ্রহণ করবে বাঘ সংরক্ষণের জন্য তা ব্যক্ত করো। ২+৩=৫
অথবা
ইনসিটু সংরক্ষণ কিভাবে এক্সসিটু সংরক্ষণের থেকে ভিন্ন তা উদাহরণ সহ
বুঝিয়ে দাও। তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণ খুব বেড়ে গেছে। ওখানে বসবাসকারী জনজীবের মধ্যে কী কী কুফল তোমার নজরে পড়েছে তা উল্লেখ করো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct