সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূমের দুবরাজপুর শহরে নেপাল মজুমদার ভবনের নব রূপে দ্বারোদ্ঘাটন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সাংসদ তহবিল থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়ে সংস্করণের কাজ হয় বলে জানা যায়। দুবরাজপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সৌজন্যে এবং শতাব্দী রায়ের সাংসদ তহবিলের অর্থানুকূল্যে দুবরাজপুর শহরের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নেপাল মজুমদার ভবনের আনুষ্ঠানিক ভাবে দ্বারোদ্ঘাটিত হয়। মঞ্চ সংস্করণ হওয়ায় স্বভাবতই এলাকার নাট্যপ্রেমীরা অত্যন্ত খুশি।উল্লেখ্য ৯০ এর দশকে বাম আমলে তৈরি হয় নেপাল মজুমদার ভবন নামে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি। এই ভবনটি দীর্ঘ কয়েক বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সংস্করণের জন্য বহু আন্দোলন সংগঠিত হয়। শেষমেশ নবরূপে সুসজ্জিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় শুক্রবার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক বিধান রায়, দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মীর সহেল শাখাওয়াত, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদী, সহ সভাপতি স্বপন মণ্ডল, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, সমাজসেবী ভোলানাথ মিত্র, অরুণ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct