সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে সড়ক দূর্ঘটনায় আহত হন হাই মাদ্রাসার ৩ পরীক্ষার্থীসহ মোট ৭ জন। দূর্ঘটনাটি ঘটে বাগজোলা রোডের কৃষ্ণমাটিতে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা আহতদের। এদের মধ্যে কয়েকজনকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে। এদিন ভাঙড় ১ নম্বর ব্লকের ভাঙড় এএইচ হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার উদ্দেশ্য যাত্রা করছিলেন। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পরীক্ষার্থীদের বহনকারী অটোটি কৃষ্ণমাটি সেতুর নিকটে পৌঁছালে হঠাৎ একটি বাচ্চা গাড়ীর সামনে চলে আসে। বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোটি উল্টে যায়। ঘটনায় ৩ জন হাই মাদ্রাসা পরীক্ষার্থীসহ অভিভাবক ও চালক মিলিয়ে মোট ৭ জন আহত হন।
আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। পরে ঘটনাস্থল ও হাসপাতালে আসেন কাশিপুর থানার পুলিশ আধিকারিকরা। আহতদের দেখতে হাসপাতালে আসেন ভগবানপুর অঞ্চলের প্রধান প্রতিনিধি ইব্রাহিম মোল্লা। ব্লক স্বাস্থ্য আধিকারিক হিরণ্ময় বসু জানান, ২ জন পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। অপর ১ জন পরীক্ষার্থীর আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেন। চালক ও অভিভাবকদের কয়েকজনকে রেফার করা হয়। ভাঙড় এইচ হাই মাদ্রাসার সভাপতি বাহারুল ইসলাম জানান, এদিন ঐচ্ছিক আরবি বিষয়ের পরিক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার পথে দূর্ভাগ্যজনক পথ দুর্ঘটনার কবলে পরে তারা। এতে ৩ জন পরীক্ষার্থী আহত হন। চিকিৎসক, পুলিশ ও শিক্ষা দফতরের আধিকারিকদের প্রচেষ্টায় সবাই পরীক্ষা দিতে পেরেছে। সংশ্লিষ্ট সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানান বাহারুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct