আপনজন ডেস্ক: যথাযথ মর্যাদা ও বিভিন্ন আয়োজনের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী উদ্যাপিত হচ্ছে ৬২তম জাতীয় দিবস ও ৩২তম স্বাধীনতা দিবস।কুয়েত ব্রিটিশদের কাছ থেকে ১৯৬১ সালে মুক্তি পাওয়ার পর ২৫ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি ১৯৯১ সালে ইরাকি আগ্রাসন থেকে মুক্তির পর থেকে দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে কুয়েত সরকার। এরপর থেকে প্রতি বছরই ২৫/২৬ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করে আসছে কুয়েত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুয়েতে জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে কুয়েতের রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা সজ্জিত হয় লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় দেশটি রাস্তায় রাস্তায় নাগরিকদের নানা রঙে সজ্জিত গাড়ি বহর নিয়ে হালা হালা ফেব্রুয়ারি গানে মেতে উঠে স্থানীয় নাগরিকরা। দিবসটিতে জাতীয় পতাকার রঙের পোশাক পরেন দেশটির সবাই। রাস্তায় পানি ছোড়াছুড়িসহ গাড়িতে কুয়েতের পতাকা নিয়ে গালফ রোডসহ বিভিন্ন সড়কে উৎসবে মেতে উঠেন কুয়েতের সব বয়সী মানুষ। হালা হালা ‘ফেব্রুয়ারি, হালা ফেব্রুয়ারি’ গানে গানে সুরের মূর্ছনায় রাস্তাঘাটে শোডাউন করে ঘুরে বেড়ান কুয়েতি নাগরিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct