আপনজন ডেস্ক: নেপালের উপপ্রধানমন্ত্রী এবং অন্য তিনজন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল একটি বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করার পরিকল্পনা করেছেন বলার পর তারা এই পদক্ষেপ নেন। উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন শনিবার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন। তিনি জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রীও ছিলেন। তার সঙ্গে নগর উন্নয়ন, আইন বিষয়ক এবং তাকে সহায়তাকারী একজন কনিষ্ঠ মন্ত্রীও পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় চার মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না তা জানায়নি। বার্তা সংস্থা রয়টার্সকে লিংডেন বলেছেন, ‘যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম সেটি আর অক্ষত নেই। তাদের পক্ষে সরকারে থাকা ঠিক হবে না।’ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দাহালের নতুন সরকার এখনো সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ভোগ করলেও চার মন্ত্রীর পদত্যাদের কারণে তাৎক্ষণিক সমস্যায় পড়বে। গোলযোগের ফলে নতুন জোট গঠন হতে পারে বলেও মন্তব্য করেছেন তারা। এর আগে শুক্রবার দাহাল বলেছিলেন, তিনি তার জোটের অংশীদার কমিউনিস্ট ইউনিফাইড মার্ক্সবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টির প্রার্থীর পরিবর্তে আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী নেপালি কংগ্রেস পার্টি থেকে রাম চন্দ্র পাউডেলকে সমর্থন করবেন। তবে তিনি তার সিদ্ধান্তের কারণ জানাননি। নেপালি কংগ্রেস দল দাহালের মাওবাদী কেন্দ্র দলের সাবেক মিত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct