আপনজন ডেস্ক: রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার কতগুলি নিষ্পত্তি করা হয়েছে? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার দুপুর ১২টার সময় নবান্নে সেই উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে সূত্রের খবর।নাবান্ন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যে অভিযোগ জানিয়েছে, তার নিষ্পত্তি কতটা হল, তা দফতরের আধিকারিকদের মুখোমুখি হয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। তাই ১৫টি দফতরের সচিবদের সোমবারের বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে দফতরের সচিবদের মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কৃষি, স্কুল-শিক্ষা, স্বাস্থ্য দফতরও। সোমবার দুপুর ১২টায় নবান্নে ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।উল্লেখ্য জঙ্গলমহলের বিভিন্ন জেলা সফরে গিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দিয়েছেন। মানুষের উন্নয়নের জন্য বিন্দুমাত্র কাজ ফেলে রাখতে নারাজ রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রশাসনিক কর্তাদের তিনি সর্বদা কাজে গতি আনার জন্য নির্দেশ দেন। এবার মুখ্যমন্ত্রী স্বয়ং মানুষের অভিযোগের নিষ্পত্তির হার খতিয়ে দেখতে বৈঠকে বসতে চলেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও কাজ ফেলে রাখতে চান না তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct