আপনজন ডেস্ক: কেন্দ্রের মোদী সরকার মহারাষ্ট্রের দুটি শহর ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করার অনুমতি দিল শুক্রবার। বহু বছর ধরে শিবসেনা ও বিজেপি এই দুটি শহরের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। একনাথ শিণ্ডে সরকার এ নিয়ে কেন্দ্রে কাছে প্রস্তাব পাঠায়। অবশেষে ‘ঔরঙ্গাবাদের নাম হবে ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম হবে ধরাশি ‘ নোটিশ জারি করা হয়েছে। ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধরাশিব করার পর, বিজেপি এবং শিবসেনা নেতা-কর্মীরা রাজ্য জুড়ে উদযাপন শুরু করেছেন। তবে জেলা আওরঙ্গাবাদ এবং জেলা উসমানাবাদ নামের কোনও পরিবর্তন হবে না। অন্যদিকে, এমআইএম বিধায়ক ইমতিয়াজ জলিল ঔরঙ্গাবাদের নামকরণের বিরোধিতা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct