আপনজন ডেস্ক: শনিবার বিহারের পূর্ণিয়ায় মহাজোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নীতিশ-তেজস্বী সহ মহাজোটের অনেক নেতা। সমাবেশে ভাষণ দেন আরজেডি সুপ্রিমো লালু যাদব। সিঙ্গাপুর থেকে কিডনি প্রতিস্থাপনের পর লালু বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখান থেকে লালু ভিডিওতে বলেন, বিজেপি কোনও দল নয়, এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মুখোশ। সেই সঙ্গে বলেন, বিজেপি এবং আরএসএস কট্টর সংরক্ষণ বিরোধী। ঐক্যবদ্ধ থাকুন আমরা একসাথে থাকলে এই মানুষগুলো কিছুই করতে পারবে না। দেশ থেকে নরেন্দ্র মোদী সরকারকে বিদায় জানানোর সময় এসেছে। আমরা আর নীতীশ এক হয়ে গেছি। এখন সবসময় একসাথে থাকবে। ২০২৪ সালে রেকর্ডটি ভাঙতে হবে। লালু যাদব মনে করিয়ে দিয়ে বলেন, আমি বিহারের মানুষের সঙ্গে আরএসএসের রথ থামিয়েছিলাম। সভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়া উচিত একতাবদ্ধ গতে। তাহলে ২০২৪-এ বিজেপি ১০০-র বেশি আসন পাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct