এহসানুল হক, বসিরহাট, আপনজন: শনিবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বসিরহাটের নেহালপুরের সাত যুবকের। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতের বেলায় নিজেদের পেটের দায়ে ওড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাত জনের একটি দল।কিন্তু সেই সাত জন যুবকের আর বাড়ি ফেরা হলো না। এদিন ভোরে ঘটনাটি ঘটে উড়িষ্যার জাজপুরের নেউলপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর । দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনা বলে উড়িষ্যা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জাজপুর ধর্মশালা থানার পুলিশ সূত্রে সাতজনের যে নাম পাওয়া গিয়েছে তার মধ্যে আছে বসিরহাটের নেহালপুরেরই সুরজ মন্ডল(৩৫), আমিরুল আলী সরদার(৩২), করিম সরদার(৩০), আমজেদ আলী সরদার(৩৩), আরিফ সরদার(২৭), জাহাঙ্গীর সরদার(৩১) মোয়াজ্জেম সরদার(৩৭)। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে , মুরগির গাড়ি নিয়ে তারা অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে ফিরছিল। সকালে এলাকার অন্য একটি গাড়ির যুবকদের ফোনে তারা জানতে পারে এই দুর্ঘটনার খবর । ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে । এদিন পরিবারের পাশে এসে দাঁড়ান বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি,মাটিয়া ব্লক সভাপতি মিহির ঘোষ, শ্রমিক সংগঠনের নেতা মাহমুদ হাসান সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন পরিবারের সঙ্গে দেখা করলেন মাটিয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, এসডিপিও অভিজিৎ সিং মহাপাত্র, বসিরহাট দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দীপ চক্রবর্তী। বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি, বলেন এটা খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমরা দেখেছি শুধু আজ নয় এই পর্যন্ত ১৫ জনের মৃত্যু হল পোল্ট্রির গাড়িকে কেন্দ্র করে। বসিরহাট নেহালপুরের সদ্দারহাটি এলাকার প্রত্যেকটা মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু বারংবার এভাবেই মৃত্যু হলে খুব দুঃখ লাগে। আমি অনুরোধ করব যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় তাদের বিশেষ নজর দেওয়ার অনুরোধ রেখেছেন তিনি। এদিন বসিরহাট ব্লক টু এর সভাপতি মিহির ঘোষ জানান, সকাল থেকেই খবর পাওয়ার সাথে সাথে পরিবারের কাছে আমরা পৌঁছায়। দেহ নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে এইসব পরিবাকে বিশেষ নজর দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct