অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘দিদির দূত আপনার দুয়ারে, সুরক্ষা কবচ প্রতি ঘরে’ এই বার্তাকে সামনে রেখে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের দুয়ারে ‘দিদির দূত’ হিসেবে উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস। শুক্রবার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ১১নং অশোগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে যান গৌতম দাস। এদিন চাকাহার হরিমন্দিরে প্রার্থনা পর্ব সেরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে যান গৌতম। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেন ।সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মধ্যাহ্নভোজ সেরে অংশোগ্রাম বাজারে একটি জনসংযোগ সভা করেন। জনসংযোগ সভায় গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, অঞ্চল তৃণমূল সভাপতি মোক্তারুল সরকার সহ আরো অনেকে। জনসংযোগ সভা থেকে গৌতম দাস বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য খুব সংক্ষেপে ছোট করে আমরা এই অনুষ্ঠান করছি। গোটা রাজ্যের সাথে আমাদের ব্লকেও শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বাংলার প্রত্যেকটি মানুষ কে ভালো রাখার জন্য, সরকারের প্রত্যেকটা সুযোগ সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা, মানুষের সুখ-দুঃখের কথা শুনতে এবং দিদির দেয়া চিঠি তাদের হাতে পৌঁছে দেবার জন্যই এই কর্মসূচি নেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct