রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: অষ্টম শ্রেণীতে পড়াশুনা চলাকালীন সময়েই প্রায় ৫০ টিরও বেশি কবিতা লিখে সাড়া ফেলল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুলের ছাত্রী সীমা খাতুন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে সমাজ, দেশ সহ নানান বিষয় নিয়ে মাত্র ১৪ বছর বয়সে কবিতা লিখে সকলের নজর কেড়েছে সে। আর্থিক দুরাবস্থার কারণে এখনও পর্যন্ত কোনো সংস্থায় তার কবিতা পাঠাতে না পারলেও সহপাঠী থেকে শুরু করে স্কুল শিক্ষকদের মন জয় করেছে সীমা। সীমার প্রতিভায় মুগ্ধ এলাকাবাসীও। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ লাগোয়া ঝাড়খন্ডের পাকুড় জেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা আশিক রসূল। তার চার মেয়ে এক ছেলে। তাদের বাড়ির সকলের বড় সীমা খাতুন। ছোট থেকেই বহু প্রতিভা পরিলক্ষিত হয় সীমার। কবিতা লিখতে পারদর্শী সে। বতর্মানে সামসেরগঞ্জের ভাসাইপাইকর স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছে সীমা। সম্প্রতি দেশ ও সমাজ ব্যবস্থা নিয়ে ভাবতে থাকে সীমা। এক পর্যায়ে শুরু হয় প্রকৃতি, সমাজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা। এক এক করে প্রায় ৫০ টিরও বেশি কবিতা লিখে ফেলে সীমা খাতুন। আগামীদিনে সেই সব কটি কবিতা গচ্ছিত করে পুস্তক রচনার ইচ্ছে রয়েছে তার। সীমার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী থেকে শিক্ষক শিক্ষিকারাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct