ইতিহাস
সময়— ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু মাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
(নিয়মিত পরীক্ষার্থীদের জন্য, পূর্ণমান— ৯০)
বিভাগ- ক
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১x২০=২০
১.১ আ্যানাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশিত হয়—
(ক) ইংল্যান্ডে
(খ) ফ্রান্সে
(গ) ভারতে
(ঘ) ইতালিতে
১.২ রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে—
(ক) সামরিক ইতিহাস
(খ) খেলাধূলার ইতিহাস
(গ) স্থানীয় ইতিহাস
(ঘ) পরিবেশের ইতিহাস
১.৩ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন—
(ক) মাইকেল মধুসুদন
(খ) দীনবন্ধু মিত্র
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) জেমস মিল
১.৪ কেশব চন্দ্র সে কে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অক্ষয় কুমার দত্ত
১.৫ জেনারেল আাসেম্বলিং ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে—
(ক) আলেকজান্ডার ডাফ
(খ) ডেভিড হেয়ার
(গ) উইলিয়াম কেরি (ঘ) বিটন
১.৬ দামিন-ই-কোহ কথাটির অর্থ হল—
(ক) জমিদারের জমি
(খ) খাস জমি
(গ) অতিরিক্ত খাজনাযুক্ত
ঘ) পাহাড়ের প্রান্ত দেশ
১.৭ নীল বিদ্রোহ শুরু হয়—
(ক) ১৮০৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খিস্টাব্দে
১.৮ সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন—
(ক) লর্ডলিটন
(খ) লর্ড বেন্টিং
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড ওয়েলেসলি
১.৯ হিন্দু মেলার অপর নাম—
(ক) বৈশাখী মেলা
(খ) শ্রাবণ মেলা
(গ) চৈত্র মেলা
(ঘ) নন্দন মেলা
১.১০ রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
(ক) প্রবাসী পত্রিকায় খে) দেশ পত্রিকায়
(গ) ভারতী পত্রিকায় (ঘ) যুগান্তর পত্রিকায়—
১.১১ মুদ্রণ ব্যবস্থার আধুনিকীকরণে যে বাঙালী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খে) গঙ্গা কিশোর ভট্টাচার্য—
(গ) আচার্য প্রফুল্প চন্দ্র রায় ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১২ জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
১.১৩ তিন কাঠিয়ার প্রথার অস্তিত্ব ছিল—
(ক) মালাবার উপকূল
(খ) বারদৌলিতে
(গ) আমেদাবাদে
(ঘ) চম্পারণে
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন—
(ক) লালা লাজপত রায় খে) বিপিনচন্দ্র পাল—
(গ) চিত্তরঞ্জন দাস (ঘ) গান্ধীজি
১.১৫ ব়্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন—
(ক) পিসি যোশী (খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) মুজাফফর আহমেদ ঘে) দেওয়ান চমন লাল
১.১৬ দিপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন
(ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ
(গ) বাসন্তী দেবী (ঘ) বীণা দাস
১.১৭ ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন—
(ক) কৃষ্ণ কুমার মিত্র
(খ) পুলিনবিহারী দাস
(গ) শচীন্দ্র প্রসাদ বসু
ঘে) সতীশচন্দ্র বসু
১.১৮ দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন—
(ক) জ্যোতিবাও ফুলে
(খ) গান্ধীজি
(গ) শ্রী নারায়ণ গুরু
(ঘ) ড. বি. আর. আম্বেদকর
১.১৯ ভারতের লৌহ মানব বলা হয়—
(ক) জহরলাল নেহরুকে
(খ) মতিলাল নেহরুকে
(গ) বল্পভ ভাই প্যাটেলকে
(ঘ) ভি পি মেনানকে
১.২০ হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তভূক্ত হয়—
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
বিভাগ- খ
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১ টি প্রশ্নের উত্তর দাও) ১x১৬=১৬
উপবিভাগ
২.১. একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?
২.১.২ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
২.১.৩ কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ ?
২.১.৪ সূর্যসেন কোন বিপ্লবী সংগঠনটি তৈরি করেছিলেন ?
উপবিভাগ
২.২. ঠিক বা ভুল নির্ণয় কর:
২.২.১ কলকাতায় প্রতাপাদিত্য উৎসব চালু করেন সরলা দেবী চৌধুরী রানী
২.২. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বোস
২.২.৩ বিহারে কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিদ্যানন্দ
২.১.৪ গোলাম গিরি গ্রন্থের রচয়িতা জ্যোতিবা ফুলে
উপবিভাগ
২.৩. ক ম্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:
২.৩.১ ইলবার্ট বিল ১. রামবার্তা প্রকাশিকা
২.৩.২ নজরুল ইসলাম ২. ল্ড রিপন
২.৩.৩ ডন সোসাইটি ৩. সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
২.৩.৪ হরিনাথ মজুমদার
৪. গণবাণী
উপবিভাগ
২.৪. প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহিত কর ও নামাঙ্কিত কর ঃ
২.৪.১ চুয়াড় বিদ্রোহের একটি অঞ্চল
২.৪.২ ঢাকা
২.৪.৩ মিরাট
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ
উপবিভাগ
২.৫. নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর:
নামাঙ্কিত কর:
২.৫.১ বিবৃতি: উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল
খুবই সীমিত
ব্যাখ্যা ১: কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল।
ব্যাখ্যা : কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।
ব্যাখ্যা ৩ : কারণ নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।
২.৫.২ বিবৃতি: ১৮৭২ খিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাস
করে
ব্যাখ্যা ১: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম খ্রিস্টান সমাজকে এক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২: এই আইন প্রণয়ণের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.৩ বিবৃতি: ১৯২৯ খিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়।
ব্যাখ্যা ১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা ২: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
২.৫.৪ বিবৃতি: সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১: বিদেশী পণ্য বিক্রির জন্য
ব্যাখ্যা ২: আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য।
ব্যাখ্যা ৩: স্বদেশী পণ্য বিক্রির জন্য
বিভাগ গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোনও ১১টি) ১১x১=২২
৩.১ আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
৩.২ সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি?
৩.৩ ভারতব্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন ?
৩.৪ নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারে কি অবদান ছিল ?
৩.৫ বিপ্লব বলতে কী বোঝায়?
৩.৬ কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখ?
৩.৭ উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন?
৩.৮ উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির ভূমিকা কী ছিল?
৩.৯ চার্লস উলকিনস কে ছিলে?
৩.১০ উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান আসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল?
৩.১১ মাদারি পাসী কে ছিলেন?
৩.১২ ওয়াকার্স এন্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩.১৩ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
৩.১৪ দলিত কাদের বলা হয়?
৩.১৫ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায় ?
৩.১.৬ পত্তি শ্রীরামালু কে ছিলেন?
বিভাগ- ঘ ১
৪.১ ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো:
৪.২ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা কর।
৪.৩ ১৮৫৫ খিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?
উপবিভাগ ঘ. ৩
৪.৫ বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকার-এর কিরূপ অবদান ছিল?
৪.৬ কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল ?
উপবিভাগ ঘ. ৪
৪.৭ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ও কল্পনা দত্তের ভূমিকা লেখো।
৪.৮ ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?
বিভাগ ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনও একটি প্রশ্নের উত্তর দাও: ৮x১=৮
৫.১ ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে প্রাচ্য প্রাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো।
শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অলোচনা কর। ৩+৫=৮
৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতির সংক্ষেপে আলোচনা কর।
৫.৩ দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদদকর বিতর্কটি লেখো।
বাংলায় নমঃশুদ্রআন্দোলন সম্পর্কে আলোচনা কর। ৫+৩=৮
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct