নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শুরু হয়েছে বুধবার থেকে। এবছর পর্ষদের তথ্য অনুযায়ী ছয় লক্ষ ৯৯ হাজার পরীক্ষার্থী প্রায় পরীক্ষা দিচ্ছেন। মাধ্যমিকে যেসব স্কুলে পরীক্ষা হচ্ছে সেইসব বিদ্যালয়ে শিক্ষক থেকে অশিক্ষক কর্মচারী পরীক্ষার সময়ে কেউ ছুটি নিতে পারবেন না এমনই নির্দেশ পর্ষদের। এমনকি এবছর শিক্ষক সংখ্যা কমের জন্য প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদেরও পরিদর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে। একদিকে যেমন শিক্ষকদের পরীক্ষার সময়ে ছুটি বাতিল করা হয়েছে আবারো যেসব বিদ্যালয়ে এনএসকিউএফ এর বৃত্তিমূলক চুক্তিভিত্তিক শিক্ষক আছেন , তারা কি কাজ করবেন সেব্যাপারে পর্ষদ থেকে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। অভিযোগ, চুক্তিভিত্তিক শিক্ষকরা এমনিতেই পরিদর্শকের কাজে যোগ দিতে পারেন না পরীক্ষার সময়ে। শিক্ষকদের একাংশের অভিযোগ রাজ্যের বেশ কয়েকটি স্কুলে এনএসকিউএফ বৃত্তিমূলক চুক্তিভিত্তিক শিক্ষকরা মাধ্যমিক চলাকালীন টানা ছুটি কাটাচ্ছেন। এখানেই প্রশ্ন থেকে যায় প্রধান শিক্ষকরা কিভাবে তাদের ছুটি দিচ্ছেন ? কোনো শিক্ষক/শিক্ষিকাকে পরীক্ষা চলাকালীন ছুটি দেওয়া যায় না এইভাবে। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, আমরা পর্ষদকে অফিসিয়ালি মেল করে জানিয়েছি কেন আমরা পরীক্ষায় পরিদর্শকের ভূমিকা পালন করতে পারব না। আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে পাঠদান করি আমাদের বিষয়গুলি, যেমন - ইনফরমেশন টেকনোলজি , প্লাম্বিং, কনস্ট্রাকশন , অটোমোটিভ হেলথ কেয়ার ইত্যাদি। যদি পরীক্ষায় পরিদর্শকের ভূমিকা পালন করতে না পারি তাহলে সবেতন সহ ছুটি ঘোষণা করা হোক। বিভিন্ন বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকরা স্কুলে আসবেন আবার কেউ কেউ ছুটি নিয়ে বাড়িতে বসে থাকবেন এবিষয়ে পর্ষদের এবং কারিগরি দপ্তরের কঠোরভাবে দেখা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct