এম মেহেদী সানি ও এহসানুল হক, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার সদর শহর বারাসতে অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। শুক্রবার বারাসত রবীন্দ্রভবনে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে দুই দেশের বিশিষ্টজনদের এএএফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দু-দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আশা ফাউন্ডেশন’ এবং ‘ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’-এর যৌথ উদ্যোগে আমার আশা ফাউন্ডেশানের চেয়ারম্যান মোশারফ মোল্লার তত্ত্বাবধানে এ দিনের অনুষ্ঠান থেকে কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শুক্রবার বারাসত রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুই বাংলার স্বনামধন্য বহু কবি, সাহিত্যিক ছাড়াও একাধিক প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। আমার আশা ফাউন্ডেশানের চেয়ারম্যান মোশারফ মোল্লা জানান, আমাদের মধ্যে কাঁটাতার থাকলেও আমরা বাংলা ভাষাভাষী মানুষ একে অপরের ভাই। আমাদের দু-দেশের মানুষের মধ্যে আন্তরিকতার টান রয়েছে। আর আমাদের এই মৈত্রী উৎসব করার একটাই লক্ষ আমাদের মধ্যে যেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নত হয়। মৈত্রী উৎসবে উপস্থিত হয়ে প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান বক্তব্য রাখতে গিয়ে দু-দেশের আন্তর্জাতিক সম্পর্ক উন্নত করতে এবং দুদেশের মেলবন্ধন দৃঢ় করতে বিভিন্ন পরামর্শ দেন এবং সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সিরাতের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান এমন অনুষ্ঠানের ফলে দুদেশের সম্পর্ক আরও সুন্দর হবে বলে জানান । এছাড়া উপস্থিত ছিলেন মেট্রো রেলের ডিজি প্রত্যুষ ঘোষ, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ইন্তেজামুল হক সিদ্দিকী সহ বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পৌরসভার মেয়র এবং মুক্তিযোদ্ধারা। এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় হাওড়ার দানবীর অ্যাকাডেমির সম্পাদক সেখ জুবায়র হোসেন, কোলাগাটের সমাজসেবী মাসুম রেজা প্রমুখকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct