আপনজন ডেস্ক: পাঁচ বছর পর হ্যাটট্রিক করলেন আনহেল ডি মারিয়া। আর ফরাসি ক্লাব নঁতকে হারিয়ে ইউরোপা লীগের শেষ ষোলোতে পা রাখলো জুভেন্টাস। বৃহস্পতিবার প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে নঁতকে ৩-০ গোলে হারায় ইতালিয়ান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে জুভেন্টাসের জয় ৪-১ গোলে।৩৫ বছর বয়সী ডি মারিয়া সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে পিএসজির হয়ে ফরাসি কাপে হ্যাটট্রিক করেছিলেন। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় জানুয়ারিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করে। এর নেতিবাচক প্রভাব পড়ে দলের পারফরম্যান্সেও। তবে ফেব্রুয়ারিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সব প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে তুরিনের দলটি। নঁতের বিপক্ষে প্রথম লেগে তুরিনে নিজেদের মাঠে অনেকটা নিষ্প্রভ ছিলেন ডি মারিয়া। প্রত্যাশা মেটাতে না পারায় দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়েছিলেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচ। দ্বিতীয় লেগে শুরু থেকেই স্বাগতিক নঁতের ওপর চেপে বসে জুভেন্টাস। স্তাদে দি লা বুজোয়ায় খেলা দেখতে আসা ৩৫ হাজার সমর্থককে পঞ্চম মিনিটেই স্তব্ধ করে দেন ডি মারিয়া। বাঁ-পায়ের বাঁকানো শটে দারুণ এক গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। ১৭তম মিনিটে ডি মারিয়ার একটি শট রুখে দেন নঁত গোলরক্ষক লাফোঁ। তবে বল আবার আসে ডি মারিয়ার পায়ে, তার নেয়া ফিরতি শট ঠেকাতে হাত ব্যবহার করেন নঁত অধিনায়ক নিকোলাস পালোইস। পালোইসকে লাল কার্ড দেখানোর পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান ২-০ করেন ডি মারিয়া। ৭৮তম মিনিটে তৃতীয় গোল পায় জুভেন্টাস। নঁতের জালে আরো একবার বল জড়ান ডি মারিয়া। পূর্ণ করেন হ্যাটট্রিক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct