ভূগোল
সময়— ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রথম ১৫ মিনিট শুধু মাত্র প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য)
(নিয়মিত পরীক্ষার্থীদের জন্য, পূর্ণমান— ৯০)
বিভাগ-ক’
১) বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১x১৪=১৪
১.১ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল _
(ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণক্ষয়
১.২ হিমবাহ ও জলধারার যৌথ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো যে ভূমিরপ সৃষ্টি হয়, তা হল-_
(ক) ড্রামলিন (খ) কর্তিত শৈলশিরা
(গ) এস্কার (ঘ) গ্রাবরেখা
১.৩ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল—
(ক) হাইড্রোজেন স্তর
(খ) হিলিয়াম স্তর
(গ) পারমাণবিক অক্সিজেন স্তর
(ঘ) আণবিক নাইট্রোজেন স্তর
১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়—
(ক) থার্মোমিটার (খ) ব্যারোমিটার
(গ) হাইপ্রোমিটার
(ঘ) আ্যানিমোমিটার
১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়-
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) সুমেরু মহাসাগরে
১.৬ মরা কোটালের সময় টাদ ও সূর্য, পৃথিবীকে কেন্দ্র করে যে কৌণিক মানে অবস্থান করে, তা হল—
(ক) 40০ (খ) 90০
(গ) 150০ (ঘ) 180০
১.৭ যে পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা করা হয়—
(ক) ল্যান্ডফিলিং (খ) কম্পোস্টিং
(গ) নিষ্কাশন (ঘ) স্ক্রাবার
১.৮ ভারত ও চীনের মধ্যে যে সীমান্তরেখা টানা হয়েছে, তার নাম-
(ক) ম্যাকমোহন রেখা (খ) ব়্যাডক্লিফে রেখা (গ) ডুরান্ড রেখা (ঘ) লাইন অফ কন্ট্রোল
১.৯ নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়—
(ক) তরাই (খ) খাদার
(গ) ভাবর (ঘ) ভাঙ্গার
১.১০ শীতকালে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে যে কারণে বৃষ্টিপাত সংঘটিত হয়—
(ক) কালবৈশাখী (খ) আশ্বিনের ঝড় (গ) পশ্চিমী ঝঞ্ঝা (ঘ) আঁধি
১.১১ ‘ভারতের কফি রাজ্য’ নামে পরিচিত—
(ক) অসম (খ) কেরালা
(গ) তামিলনাড়ু (ঘ) কর্ণাটক
১.১২ ‘ভারতের সাইবারাবাদ’ নামে পরিচিত—
(ক) চেন্নাই (খ) হায়দ্রাবাদ
(গ) বেঙ্গালুরু (ঘ) কলকাতা
১.১৩ ভারতের শুল্কমুক্ত বন্দর হল—(ক) কোচি (খ) পোরব্রেয়ার
(গ) কান্ডালা (ঘ) মুম্বাই
১.১৪ ১৫’x ১৫’ অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (R.F) হল—
(ক) ১: ২,৫০,০০০
(খ) ১: ১,০০,০০০
(গ) ১: ৫০,০০০ (ঘ) ১: ২৫,০০০
বিভাগ- খ
২. ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে “শু” অশুদ্ধ হলে পাশে “অ” লেখো:
(যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও) ১x৬=৬
২.১.১ অবরোহন ও আরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলাফল হল পর্যায়ন।
২.১.২ বোরা একটি উষ্ণ বায়ু, যা দক্ষিণ ইতালি আড্রিয়াটিক উপকূলে প্রবাহিত হয়।
২.১.৩ আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে প্রকাশ করা হয়।
২.১.৪ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।
২.১.৫ ঢালুজমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধ শস্য চাষের প্রক্রিয়াকে ধাপ চাষ বলে।
২.১.৬ একটি সাংস্কৃতিক শহরের উদাহরণ হল শান্তিনিকেতন।
২.১৭. ভারতের একটি ভূসমলয় বা জিওস্টেশনারী উপপ্রহের
উদাহরণ হল INSAT
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১x৬=৬
২.২.১ কৃষ্ণা নদীর ব-দ্বীপ ___আকৃতির ব-দ্বীপের উদাহরণ ।
২.২.২ বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট দীর্ঘ শৈল শিরার আকারে বা মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপকে ____বলে।
২.২.৩ বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ____পদ্ধতিতে।
২.১.৪ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল ____।
২.২.৫ বালি সমৃদ্ধ মরুমাটি ______নামে পরিচিত।
২.২.৬ “শিকড় আলগা” শিল্পগুলিতে ____ ধরনের কাঁচামাল ব্যবহার
করা হয়।
২.২.৭ ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর ____এ অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১x৬=৬
২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
২.৩.৩ পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব কত থাকে?
২.৩.৪ একটি ভারী ধাতব দ্রব্যের নাম লেখো ।
২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
২.৩.৬ ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়?
২.৩.৭ ভারতে “সবুজ বিপ্লবের জনক” কাকে বলা হয় ?
২.৩.৮ ভূবৈচিত্রসূচক মানচিত্রে কোন রঙের সাহায্যে কৃষিজমি প্রদর্শিত করা হয় ?
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো: ৪x১=৪
বাম দিক ডানদিক
২.৪. ১ দুন উপত্যকা ১. চা গবেষণা কেন্দ্র
২.৪. ২ ঝুম চাষ ২. বৈদ্যুতিন রেল ইঞ্জিন
২.৪. ৩ জোড়হাট ৩. শিবালিক হিমালয়
২.৪. ৪ চিত্তরঞ্জন ৪. মৃত্তিকা ক্ষয়
বিভাগ-গ
৩। নীচের অংশগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্ণীয়)২x৬=১২
৩.১ অপসারণ সৃষ্ট গর্ত কিভাবে সৃষ্টি হয়? অথবা, মিয়েন্ডার কী?
৩.২ আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ? অথবা, অ্যাপোজি জোয়ার কাকে বলে?
৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝ? অথবা, বর্জ্যের
পুনর্ব্যবহার কাকে বলে?
৩.৪ মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও? অথবা, সামাজিক বনসৃজনের দু’টি উদ্দেশ্য উল্লেখ করো।
৩.৫ জায়িদ শস্য কাকে বলে? অথবা, ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬ দুর সংবেদন কাকে বলে? অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?
বিভাগ— ঘ
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও: ৪ (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ৩x৪=১২
৪.১ গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো। অথবা, বৈপরীত্য
উত্তাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
৪.২ জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যেরে মধ্যে পার্থক্য করো।
অথবা, ভাগীরথী হুগলী নদীর ওপর বর্জ্যের প্রভাব সম্পর্কে লেখো।
৪.৩ মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি সম্পর্কে লেখো। অথবা,
বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য করো ।
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। অথবা, জিও স্টেশনারী ও সানসিনক্লোনাস উগ্রহের মধ্যে পার্থক্য করো।
বিভাগ—ঙ
৫.১ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫x২=১০
৫.১.১ হিমাবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ
ব্যাখ্যা করো।
৫.১.৩ পৃথিবীব্যাপী সমুদ্রজোতের প্রভাবগুলি আলোচনা করা।
৫.১.৪ অধঃক্ষেপণ কাকে বলে ? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের সৃষ্টির
কারণ চিত্রসহ আলোচনা করো।
৫.২ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৫x২=১০
৫.২.১ উত্তর ভারতের বৃহৎ সমভূমির শ্রেণীবিভাগ করো এবং রাজস্থান সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫.২.২ ভারতের চিরহরিৎ এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
৫.২.৩ ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৪ ভারতে পরিবহনের আর্থ-সামাজিক গুরুত্ব সম্পর্কে বর্ণনা দাও।
বিভাগ— চ
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিন্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো। মানচিত্রটি উত্তর পত্রের সঙ্গে জুড়ে দাও:
১x১০=১০
৬.১ নীলগিরি পর্বত
৬.২ তাপ্তী নদী
৬.৩ লোকটাক হুদ
৬.৪ বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
৬.৫ পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল
৬.৬ উত্তর ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল
৬.৭ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র।
৬.৮ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল।
৬.৯ ভারতের হাইটেক বন্দর
৬.১০ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct