আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। তারই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের তৎপরতা শুরু করল। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে প্রশাসনিক মহলে পঞ্চায়েত ভোটের জন্য ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের আসন সংরক্ষণের কাজ শেষ হয়েছে। ভোটারদের খসড়া তালিকাও প্রকাশ হয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ভোট কর্মীদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্দিষ্ট ফরম্যাটে পাঠানোর জন্য বলা হয়েছে। ফলে, রাজ্য নির্বাচন কমিশনের এই নির্দেশ ইঙ্গিতই দিচ্ছে পঞ্চায়েত স্তরের নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct