সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাটে বক্তব্য, কবিতা, গানের মাধ্যমে মঙ্গলবার ভাষা দিবস পালন করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। এদিন সন্ধায় রাজারহাট যুব সংঘ ভবনে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী রণজিৎ কুমার মন্ডল, সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন অদিতি নাথ, প্রশান্ত মন্ডল, সমরেশ পর্বত প্রমুখ। গান পরিবেশন করেন অঞ্জনা রায় চৌধুরী, তিয়াশা লোধ, পূর্বাশা ঘোষ, সম্পূর্ণা চক্রবর্তী, সুজয় পাল, অসীম দাস, শ্রেয়সী লোধ। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct