নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: মঙ্গলবার হুগলি জেলার খানাকুল থানার নাবাবিয়া মিশনে ছিল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বর রেঞ্জের ডেপুটি কালেক্টর ডব্লুবিসিএস অফিসার শাহিন আলম সরদার, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন জি রায়, খানাকুল থানার সাব-ইন্সপেক্টর মজিবর রহমান সহ খানাকুল থানার অন্যান্য অফিসার, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ আলী রেজা, সমাজসেবী মোহাম্মদ ইসমাইল, সমাজসেবী ফিরোজ আহমেদ, নাবাবিয়া মিশনের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ অফিস স্টাফ গ্রুপ প্রমুখ। এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চে ছিল চাঁদের হাট বসে। অতিথিরা নাবাবিয়া মিশনের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে নামাজের মসলা কলম সহ অন্যান্য উপহার তুলে দেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সাংসদ অপরূপা পোদ্দার বলেন, আমি মাঝে মধ্যেই নাবাবিয়া মিশনে চলে আসি। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ফলাফলের সাথে সাথে ডিসিপ্লেনে আমি মুগ্ধ। এর জন্য আমি এই নাবাবিয়া পরিবারের সদস্য হিসাবে সব সময় পাশে থাকতে চাই। তারকেশ্বর রেঞ্জের ডেপুটি কালেক্টর শাহীন আলম সরদার বলেন, কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। আমি দিল্লিতে আইএএস কোচিং নিয়ে রাজ্যে ফিলে ডব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে কিভাবে সাফল্য অর্জন করেছেন ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য তা তিনি তুলে ধরেন। তিনি বলেন আমি যেহেতু বর্তমান খুব কাছাকাছি পোস্টিংয়ে আছি, মাসে দু একবার করে চলে আসবো। তিনি ছাত্রছাত্রদের ক্লাস নেওয়অরও িইচ্ছা ব্যক্ত করেন। এছাড়াও তারা যারা ব্যাচমেট আছে তাদেরকেও এই প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট করতে মনোনিবেশ করবেন বলে জানা। শাহীন জানান, তার বাবা মোতালেব আলি সরদারও বড় অফিসার ছিলেন। ডিএম থেকে শুরু করে সচিব পর্যন্ত ছিলেন। তাকে দেখে উৎসাহিত হন বলে জানান। শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এমজি রায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে ও এই আবহাওয়া কিভাবে নিজেকে সুরক্ষিত রাখার উপায় বলেন। সর্বশেষে নাবাবিয়া মিশনের সম্পাদক শেখ শাহিদ আকবর দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct