আপনজন ডেস্ক: চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতালির পত্রিকা লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি। জেলেনস্কি সোমবার চীনা সরকারের সাথে যোগাযোগ করেন। এবং দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ‘রাশিয়াকে কোনো ধরনের সহায়তা’ না করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আশা করছি বেইজিং সরকার বাস্তববাদী সিদ্ধান্ত নিবে। তা না হলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পড়ব, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’ তিনি আরও বলেন, “চীনের সাথে ইউক্রেনের ‘সম্পর্ক খুব ভালো’। ‘সবার স্বার্থে’ এই সম্পর্ক নষ্ট করা যাবে না।”এদিকে চীন রাশিয়ার বন্ধুপ্রতিম দেশ হলেও এখনো মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্র বলছে, চীন শিগগিরই অস্ত্র সরবরাহ করতে পারবে। গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিবিএস টেলিভিশনকে বলেন, চীন ‘রাশিয়াকে প্রাণঘাতী সমর্থন দিবে’। এর মানে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, ‘অস্ত্র, প্রাথমিকভাবে অস্ত্র।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct