নিজস্ব প্রতিবেদক, আমডাঙা, আপনজন: উত্তর ২৪ পরগনা আমডাঙ্গা থানার অন্তর্গত, আমডাঙ্গা ক. এস. এইচ রাহানা সিনিয়র মাদ্রাসা (ফাজিল) আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হয় মাদ্রাসা সেমিনার কক্ষে। উক্ত অনুষ্ঠানটি, মাদ্রাসার ছাত্র মুজাহিদুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয়। প্রারম্ভিক বক্তব্যে মাওলানা মুফতি সিরাজুল হক মল্লিক সাহেব বলেন আমাদের কথা এবং ভাষা এটা আল্লাহর দান, নিয়ামত। বাংলা ভাষা আন্দোলনের জন্য যারা রক্ত ঝরিয়েছে আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি আমরা তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এছাড়াও বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক নুরুল হক, সুমিত রায়, নন্দিনী ভৌমিক, মাওলানা মোফাজ্জেল হক, তন্ময় সরকার। ছাত্রদের মধ্যে কবিতা আবৃত্তি করে রাফিয়া সুলতানা,শেরিনা খাতুন,সাহানী সুলতানা, মোহাম্মদ কাইফ প্রমুখ। প্রত্যেকের বক্তব্যে ভাষা শহীদদের স্মৃতিচারণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান। মুফতি সাইফুদ্দিন সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct