নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কালিয়াচকে দুর্ঘটনা রুখতে ও যানবাহনগুলিকে ট্রাফিক রুলস মান্যতাদিতে তৎপর পুলিশ। ট্রাফিক আইন ভাঙার জন্যই অনেকক্ষেত্রে দুর্ঘটনাগুলি ঘটছে। সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। তারপরেও বাইকারোহী থেকে চার চাকার চালকদের নিয়ম ভাঙার প্রবণতা দেখা গেছে। এবার আরেকটু শক্তহাতে শৃঙ্খলা ফেরাতে ময়দানে নামল কালিয়াচক থানার পুলিশ ও প্রশাসন। কালিয়াচকের ব্যস্ততম এলাকায় সাইটেশন অভিযানে নামল কালিয়াচক থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মূলত বালিয়াডাঙা, কালিয়াচক চৌরঙ্গী, থানা রোড সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় আইন না মেনে গাড়ি চালানোর ক্ষেত্রে ওই গাড়ির নম্বর প্লেট মোবাইল বন্দি করা হচ্ছে। পরে সাইটেশন রুল মেনে গাড়ির মালিকের কাছে পৌছে যাবে নোটিশ। যদিও এর আগে বাইক থেকে চার চাকার ধরপাকড় হলেও বুধবার কালিয়াচকবাসী সাইটেশন অভিযান চালাতে দেখলেন পুলিশকে। এক ক্লিকে চলন্ত যানবাহনকে স্লো করতে বলছেন ও ছবি তুলে নিচ্ছেন। এই ধরণের অভিযান ঘন ঘন চালালে কালিয়াচকবাসী আরো যানবাহন চলাচলে সচেতন হবে বলে স্থানীয়দের মতামত। দুর্ঘটনা কমতে পারে। এদিন পুলিশের এই অভিযান দেখতে পথচলতি মানুষের ভিড় জমে যায় কালিয়াচক বাঁধমোড় এলাকায়। কালিয়াচকে অন্যতম ব্যস্ততম রাস্তা এটি। এখান থেকে একটি রাস্তা চলে গেছে মোথাবাড়ির দিকে এবং অন্য আরেকটি রাস্তা গেছে সংশ্লিষ্ট এলাকায়। কর্তব্যরত পুলিশ জানিয়েছে, এই নিয়ম অনুযায়ী আইন না মেনে চলা গাড়ির চালককে ধরপাকড় করা হয় না। ওই গাড়ির নম্বর প্লেটের ছবি নিয়ে সেই ছবি মোবাইল অ্যাপস-এর মাধ্যমে কোন নিয়ম ভেঙেছে সেই অনুযায়ী সাইটেশন মামলা রুজু হবে এবং সেই অনুযায়ী তাঁর কাছে নোটিশ যাবে। তারপর নোটিশ অনুযায়ী সেই গাড়ির চালককে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্তব্যরত এক ষপুলিশের সাব ইন্সপেক্টর বিপ্লব দাস বলেন, ‘বাইকারোদীদের ক্ষেত্রে হেলমেটহীন, চারচাকার ক্ষেত্রে সিটবেল্ট না পরলে বিশেষ ক্যামেরার সাহায্যে ছবি তুলে নোটিশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই অভিযান এখন মাঝে মধ্যেই চলবে। ড্রাইভারগন সচেতন হবেন আশাপ্রকাশ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct