মনিরুজ্জামান, বারাসত, আপনজন: বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়া বেশ কতকগুলি ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন সহ রাজ্যের বিস্তীর্ণ বনাঞ্চল। রাজ্য সরকারের উদ্যোগে একাধিক প্রকৃতি বান্ধব পরিবেশ তৈরি করা ও গাছ লাগানো সম্ভব হয়। বিভিন্ন জায়গাতে মেডিসিনাল পার্ক এবং ইকো ট্যুরিজম পার্ক,ইকো আরবান ভিলেজ,অভয়ারণ্য ইত্যাদি সাজিয়ে তোলা হচ্ছে। সম্প্রতি দেখা গেছে বাংলার অন্যতম বৃহৎ জেলা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের নেতৃত্বে জেলা বনবিভাগ অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছে। বিগত দিনে দেখা গেছে আমফান, ইয়াস-এর মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও জেলা নেতৃত্বের দক্ষ প্রচেষ্টা ও রাজ্য সরকারের বন বিভাগের সহায়তায় খুব ভালোভাবেই সেই ক্ষত মেরামত করে আবার নতুন উদ্যমে কাজ করে চলেছে। উল্লেখ্য, বুধবার উত্তর ২৪ পরগনা জেলার প্রাণকেন্দ্র বারাসাতে অবস্থিত জহরকুঞ্জ রেঞ্জ অফিসে উপস্থিত হয়ে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ মেডিসিনাল পার্কের গাছ যেমন বাসক, কালমেঘ, অ্যালোভেরা বেলেতোড়া, হাড়ভাঙ্গা, কারি পাতা, পুদিনা ইত্যাদি গাছকে পরিচর্যা রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় খোঁজ খবর করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশকে যথাযথ মর্যাদা দিয়ে জেলার আধিকারিকদের সহায়তায় নিয়মিত এই ধরনের কাজ করা হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উদ্ভিদের যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজন। আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়া বর্তমান প্রজন্মের দায়িত্ব কর্তব্য বলে কর্মাধ্যক্ষ উল্লেখ করেন। তিনি আরও বলেন, জেলার আধিকারিক ও মালিরা যেভাবে কাজ করে বন বিভাগকে সমৃদ্ধ করছেন তা প্রশংসার দাবি রাখে। জহরকুঞ্জ রেঞ্জ অফিসের আধিকারিক বিবেক ঝাঁ জানান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেবের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে সমস্ত রকমের কাজ করা হয়ে থাকে। জহরকুঞ্জ রেঞ্জ অফিস সহ জেলার বিভিন্ন প্রান্তের অফিসগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বনদপ্তর যেভাবে কাজ করছে তার ফলেই এত সুন্দর মেডিসিনাল পার্ক তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন বারাসত মেডিসিনাল পার্কে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ দে, গোপাল ব্যানার্জি, চৈতালি কাঞ্জিলাল, প্রদীপবাবু, আমির হামজা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct