নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: এবছর প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়,শিশু শিক্ষা কেন্দ্র, সিডব্লুএসএন এবং মাদ্রাসা সমূহের ছাত্র-ছাত্রীদের ৩৮ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে। ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারী এই রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৪ টি জেলার ক্ষুদে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেয়। দীর্ঘ প্রায় ১৫ বছর পরে জলপাইগুড়িতে এই ধরনের রাজ্য ক্রীড়ার আসর বসে বলে সূত্রের খবর।স্বভাবতই ক্রীড়ানুষ্ঠানকে ঘিরে কয়েকদিন জলপাইগুড়ি জেলায় ছিলো উৎসবের মেজাজ।শেষবার ২০০৭ সালে এই ধরনের রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়িতে।পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ও রাজ্য স্পোর্টসের নোডাল অফিসার ড.পার্থ কর্মকার প্রস্তুতির সমস্ত দিক খতিয়ে দেখতে বেশ কিছুদিন আগেই জলপাইগুড়িতে এসে আস্তানা গড়েছিলেন।জেলা অর্গানাইজিং কমিটি তৈরি করে বেশ কয়েকদফা মিটিং করে সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছিলেন তিনি।
বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনেই প্রতিযোগী ও প্রতিযোগিনীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের সরকারি বিভিন্ন আবাসন এবং বেসরকারি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ১৭ তারিখ সকালের বিমানেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের মোট ২৪টি জেলার ক্ষুদে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা মোট ৪৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে। রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এবং ক্রীড়া মশাল প্রজ্বলন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ভৈরবী রায়।উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বুলু চিক বড়াইক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ,পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক শ্রী গৌতম পাল, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি শ্রীমতি উত্তরা বর্মন, জেলা শাসক মৌমিতা গোদরা বসু, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিশ্বজিৎ মাহাতো , বিধায়ক খগেশ্বর রায় , বিধায়ক ডা: প্রদীপ কুমার বর্মা,বিশিষ্ট সমাজসেবী মহুয়া গোপ, জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা শ্রীমতি পাপিয়া পাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের দিন একটি সুসজ্জিত শোভাযাত্রা জলপাইগুড়ি শহরের সোনাউল্লা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে এসে পৌঁছায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct