নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: এবার আদালতে আগাম জামিন নিতে এসে জেল হেফাজতে যেতে হল মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্রকে। আগামী ৬ মাস পর্যন্ত জেল হেফাজতে এই দুজনকে রাখার নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে, বুধবার এই দুজনের আগাম জামিনের শুনানি চলছিল। সেই সময় আদালত কক্ষের মধ্যে মা ও ছেলে সৌভিক ভট্টাচার্য দুজনে বসে গল্প করছিলেন। বিষয়টি নজরে আসতেই আদালত তাদের সতর্ক করেন। এরপর তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে কিছু বলতে চাইলে তখন আদালত স্পষ্ট জানিয়ে দেয় তাদের বলার কোন সুযোগ আদালত দেবে না।এরপরই আদালত এই দুজনকে জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct