আপনজন ডেস্ক: আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকির গ্রেফতারও তাকে ৩২ দিন ধরে জেল হেফাজতে থাকা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয়। সরকারি সম্পতি ভাঙচুরে অভিযোগ ওঠা। সেই ঘটনায বিদায়ক আইএসএফ সহ ৮৮ জন আইএসএফ কর্মীকে ৩২ দিন ধরে জেল বন্দি রাখা হয়। কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে এত জনের গ্রেফতারি নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রের এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? এ নিয়ে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ ও কারা আহত হয়েছে সেই সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট পুলিশকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও নওশাদের এতদিন জেলবন্দি থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন। তিনি বলেন, আমার মনে হয় ওর জামিন হয়ে যাওয়া উচিত। এতদিন জেলে থাকার মতো কিছু এই মামলায় নেই। উল্লেখ্য, আগামী ১ মার্চ পরবর্তী নওশাদ মামলার পরবর্তী শুনানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct