আপনজন ডেস্ক: অবশেষে বিজেপিকে হারিয়ে দিল্লি পুরসভার মেয়র পদ জিতল আম আদমি পার্টি (আপ)। তিনবার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বুধবার মেয়র নির্বাচনে আপ প্রার্থী শেলি ওবেরয় ৩৪ ভোটে হারিয়ে দিলেন বিজেপির রেখা গুপ্তকে। শেলি পেয়েছেন ১৫০ ভোট, রেখা ১১৬। আর দিল্লি পুরসভার ডেপুটি মেয়র হয়েছেন আলে মুহাম্মদ ইকবাল। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আপ-এর পুর পিতারা উৎসবে মেতে ওঠেন। একে অন্যকে আবির মাখিয়ে দেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সবাইকে অভিনন্দনবার্তা পাঠান। কেজরিওয়াল টুইটে লেখেন, ‘জনতা জিতেছে, গুন্ডারা হেরেছে।’দিল্লি পৌরসভার ২৫০ আসনের মধ্যে গত ডিসেম্বরের ভোটে আপ জিতেছিল ১৩৪টি, বিজেপি ১০৪ ও কংগ্রেস ৯টি। ৩টি ওয়ার্ডে জেতেন স্বতন্ত্র প্রার্থীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct