আপনজন ডেস্ক: মালিতে একটি বোমা বিস্ফোরণে তিন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে। পশ্চিম আফ্রিকার দেশটির জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে এ তথ্য জানিয়েছে। জানা যায়, মালির মধ্যাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি গাড়িবহর রাস্তার পাশে থাকা একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্রে আঘাত করলে বিস্ফোরণটি ঘটে। ২০১২ সালের এক অভ্যুত্থানের পর মালি একটি ইসলামপন্থী বিদ্রোহকে রুখতে লড়াই করছে। এতে সহেল অঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct