সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালিত হয়। অনুরূপ বীরভূমের প্রত্যাশা তোমার আমার সবার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সংস্থার ষষ্ঠ বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইলামবাজার অপরাজিতা অনুষ্ঠান ভবনে। শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। বোলপুর সাবডিভিশনাল ব্লাড ব্যাংক থেকে মেডিকেল টিম আসেন এবং শিবিরে মোট ৭৩ ইউনিট রক্ত সংগৃহীত করেন । সিউড়ি সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট মোট ৫০ জনের থ্যালাসেমিয়া টেস্ট করেন।উল্লেখ্য প্রত্যাশার কোর্ডিনেটর এ আর এম পারভেজ এদিন তার জীবনের ৪০ তম স্বেচ্ছা রক্তদান সম্পন্ন করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জননেতা কাজল শেখ, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক জসীমউদ্দীন মন্ডল, বোলপুর সাব ডিভিশনাল মাধ্যমিক বোর্ড কনভেনার প্রবাল সামন্ত, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক সহ বহু বিশিষ্টজনেরা। “প্রত্যাশা তোমার আমার সবার” সংস্থার সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান “আমরা প্রতিবছর এই দিনটি বিশেষভাবে পালন করে থাকি। স্বেচ্ছায় রক্তদান সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি।সংস্থার ছয় বছরে পদার্পণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়াস স্ক্রিনিং শিবিরের আয়োজন করা হয়। ইলামবাজার ব্লক অত্যন্ত থ্যালাসেমিয়া প্রবণ, তাই সকলকে সচেতন করে তোলার জন্য আগামী দিনে আরো থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর আয়োজন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct