সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় সোনামুখীতে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু হয়েছে । সোমবার সকালে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোনামুখীতে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো । জুনসূরা থেকে রথ তলা পুলিশ ফাঁড়ি পর্যন্ত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে পুলিশ আধিকারিকদের পাশাপাশি এলাকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন । প্রায় সারে তিনশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ।এদিনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি , বিষ্ণুপুর অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস , বিষ্ণুপুর মহকুমা এসডিপিও কুতুব উদ্দিন খান , সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলেন । তাদের উৎসাহিত করতে রাস্তার দুই ধারে হাজির হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ ।তবে শুধুমাত্র ম্যারাথন দৌড় প্রতিযোগিতাই নয় সাতদিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এই যেমন রবিবার অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যার বিষয়বস্তু ছিল পথ নিরাপত্তা । পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । নাটকের মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষদের সচেতন করা । বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় এই একাধিক অনুষ্ঠান আগামী দিনে সাধারণ মানুষদের আরো বেশি সচেতন করবে তা আর বলার অপেক্ষা রাখে না ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct