সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: মাতৃভাষার প্রয়োজনীয়তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা এবং ভাষা বিষয়ক বক্তব্য ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটে। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে টুওয়ার্ডস ফিউচার স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন রাজারহাটের সত্যজিত ভবনে সকাল ১০. ৩০ টায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস উৎযাপন অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১ টায় শুরু হয় প্রশ্নোতর প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা শুর হয় দুপুর ১টায়। বিকাল ৩ টায় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার ও সত্যাপণপত্র প্রদান করা হয়।এদিন “বাংলা ভাষার প্রয়োজনীয়তা” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভাঙড়ের ভগবানপুর উচ্চ বিদ্যালয়। ভগবানপুরের বিতর্ক দলে ছিলেন তামান্না রহমান, রাজ মন্ডল ও আমান ইসলাম।
দ্বিতীয় স্থান অধিকার করে রাজারহাটের বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়। সপ্তগ্রামের বিতর্ক দলের সদস্যরা হলেন সৌম্যদ্বীপ সরদার, সায়ন বৈদ্য ও বর্ষা মন্ডল। তৃতীয় স্থান দখল করে ছাপনা হাই মাদ্রাসা। ছাপনার বিতর্ক দলের সদস্যরা হলেন জেনিফার ইয়াসমিন, মাসুমা খাতুন ও আনিসা খাতুন।ভাষা বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাজারহাটের বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়। বাগুর প্রশ্নোত্তর দলের সদস্যরা হলেন নিশা নস্কর, ঋত্তিকা রায় ও অয়ন মুখার্জি। দ্বিতীয় স্থান পায় ভাঙড়ের ভগবানপুর উচ্চ বিদ্যালয়। ভগবানপুরের প্রশ্নোত্তর দলে ছিলেন নৌসিন নাহার, আফ্রিনা পারভীন ও ইমরান নাজির। তৃতীয় স্থান অধিকার করে রাজারহাটের ছাপনা হাই মাদ্রাসা। ছাপনা প্রশ্নোত্তর দলের সদস্যরা হলেন মনিরা খাতুন, তানভীর ইসলাম ও আসিফ মোল্লা। এছাড়াও এদিন ‘বই কথা’ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রাজারহাট শিক্ষা নিকেতন বালিকা বিভাগের সন্দীপা ব্যানার্জি। দ্বিতীয় স্থান অর্জন করেন বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের সুমন কর্মকার। তৃতীয় স্থান লাভ করেন ছাপনা হাই মাদ্রাসার মানসুরা খাতুন।এদিন ভাষা দিবস উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাটের বিডিও ঋষিকা দাস, রাজারহাট থানার আইসি জামাল হোসেন, শিক্ষানুরাগী রণজিৎ কুমার মন্ডল, সেখ রাহানাতুল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct