সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট, আপনজন: একুশে জুলাই ভাষা দিবসকে সম্মাননা জানাতে এবং ভাষা দিবসে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে লালডাঙ্গা ক্রীড়াঙ্গন স্পোর্টস একাডেমীর উদ্যোগে এবং মঙ্গলকোট থানার সহযোগিতায় এক দিবসীয় লালডাঙ্গা ক্রিকেট কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয় । বিভিন্ন এলাকার আটটি দল আজকের খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় নানুর একাদশ এবং কাটোয়া বগলামুখী একাদশ । ফাইনাল খেলায় ৫ ওভারে ৪৯ রানের সীমাবদ্ধ থাকে কাটোয়া বগলামুখী একাদশ। আট উইকেটে নানুর একাদশ আজকের খেলায় জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দা টুর্নামেন্ট ঘোষিত হয়েছে নানুর একাদশের দীপক খাতরী । জয়ী এবং রানার্স দলকে ট্রফি এবং আর্থিক মূল্য তুলে দেওয়া হয় । পাশাপাশি লালডাঙ্গা মাঠে ফুটবল খেলার সঙ্গে যুক্ত সিনিয়র ও জুনিয়র টিমকে একটি করে ফুটবল এবং ভলিবল খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের হাতে ভলিবল তুলে দিলেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক ও মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি । সমগ্র মাঠ জুড়ে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতন । মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি এবং অন্যান্যদের সহযোগিতায় লালডাঙ্গা মাঠকে শুধু নতুন করে সাজানো নয়, যুবদের মাঠ মুখি করাতে খুশি মঙ্গলকোটের গ্রামবাসীরা । ক্রিকেট খেলা দেখতে আসা দর্শক রহমান চৌধুরী, বংশমন্ডল, সুদীপ রায় প্রমুখরা জানান দীর্ঘ সময় ধরে মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠ পরিত্যক্ত ছিল। বর্তমানে মোবাইল খেলা ছেড়ে যুবরা মাঠে খেলতে আসছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct