আপনজন ডেস্ক: বিনা দোষে কারাগারে দীর্ঘ ২৮ বছর অতিবাহিত করার পর অবশেষে বন্দি জীবন থেকে পেলেন মুক্তির স্বাদ। ১৯৯৪ সাল থেকে হত্যা মামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জেলে বন্দি ছিলেন লামার জনসন। তিন দশকের আইনি লড়াইয়ের পর মিলেছে তার অতিকাঙ্ক্ষিত মুক্তি।বিচারকের রায়ে মুহূর্তেই আবেগঘন হয়ে উঠে আদালত কক্ষ। জনসন বলে ওঠেন, অবশেষে আমার কথা কেউ শুনলো! মিসৌরি জেলে প্রায় তিন দশক অতিবাহিত করা লামার জনসন নিজেকে নির্দোষ প্রমাণের লড়াই কখনোই থামাননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct