আপনজন ডেস্ক: সাইকেলে চড়ে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন দুই ইন্দোনেশিয়ান তরুণ। এতে তাদের পাঁচ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তারা ইন্দোনেশিয়ার পূর্ব জাভার ব্লিটার শহর থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড পাড়ি দিয়ে পাকিস্তানের করাচি এসে পৌঁছেন। গত বুধবার করাচিতে তাদের শুভেচ্ছা জানান ইন্দোনেশিয়ার কনসাল জেনারেল ড. জুন কুনকোরো হাদিনিংগ্রাট। এ সময় তাদের দুঃসাহসিক অভিযাত্রার জন্য অভিনন্দন জানিয়ে সীমান্তবর্তী অঞ্চলে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়। তারা বেলুচিস্তানের মাধ্যমে ইরানে প্রবেশ করবেন। এরপর সৌদি আরব পৌঁছবেন। এক বিবৃতিতে কনসাল জেনারেল বলেন, ‘মক্কায় যাওয়ার পথে করাচিতে ইন্দোনেশিয়ান দুই সাইক্লিস্টকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পাকিস্তানে আমরা তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আশা করি, তারা নির্বিঘ্নে ও নিরাপদে শেষ গন্তব্যে পৌঁছাবে এবং নতুন ভ্রমণে তারা অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা লাভ করবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct