ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট দু’নম্বর ব্লকে মদ বিরোধী আন্দোলনে শামিল হলেন চকেশ্বরী মহিলা সাংস্কৃতিক মঞ্চ মুলত মহিলারা ও স্কুল পড়ুয়ারা। রাজ্য সরকারের মদের ঢালা লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তার পর থেকে পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে মদের দোকান চালু করার প্রচেষ্টা চলছিল আর তেমনি প্রচেষ্টায় শামিল হল মগরাহাট ব্লক জুড়ে বিভিন্ন অসাধু ব্যবসায়ী। এই কারণে দীর্ঘদিন ধরে মগরাহাট তসরালায় নারী ও শিশুরা এভাবে আন্দোলন করে মদের দোকান বন্ধ রাখার চেষ্টা চালিয়েছিল। এখন মোহনপুর অঞ্চলের স্কুল ও মন্দিরে পাসে তৈরি হচ্ছে মদের দোকান। মূলত চকেসরি রামনাথপুর,আলীবেরিয়া ডিহিনারাযনি, শালিকার মত গ্রামের মাঝেই এই মদের বার অনুষ্ঠিত হচ্ছে। এলাকার পাঁচ শতাধিক মহিলার স্কুল ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে এক পথসভা আয়োজন করেন, তারা চাই এই গ্রামের মধ্যে কোন মদের দোকান খোলা যাবে না, তার পাশাপাশি তারা জানায় যে মদের দোকান খোলার কারণে সংসারে অভাব-অনটন থাকলেও মদ খেয়ে বাড়ি ফিরছে কর্তারা । বাড়ি স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনার অর্থ নাজাল হয়ে গেলেও মদের টাকা জোগাড় করে মদ খেয়ে বাড়িতে ফিরে অশান্তি অরাজকতা সৃষ্টি। তাই এই বিষয়ে আমরা জোর কদমে আন্দোলন চালিয়ে যাব এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct