সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট, আপনজন: অজয় নদের বালি লুট রুখতে মঙ্গলকোট থানার বড়সড় সাফল্য পেল। অবৈধভাবে বালি তুলতে গিয়ে আটটি বিভিন্ন ধরনের গাড়ি আটকসহ পাঁচজনকে গ্রেফতার করলো মঙ্গলকোট থানার পুলিশ । মঙ্গলকোটের উপর দিয়ে বয়ে গেছে অজয় নদী । মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় মঙ্গলকোটের খেরুয়া গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালি তোলা হচ্ছে । তড়িঘড়ি মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির নির্দেশে বিশাল পুলিশবাহিনী ওই স্থানে হানা দিলে হাতেনাতে ধরে ফেলে দুষ্কৃতীদের । পাঁচটি ডাম্পার, দুটি ট্রাক্টর ও একটি প্রোকেলেম মেশিন আটক করা হয়। পাশাপাশি চারজন ডাম্পারের ড্রাইভার সহ অবৈধ কাজের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলকোট থানা পুলিশ । ধৃতদের নাম আলম শেখ। বাড়ি কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গা, শ্যামল মাঝি বাড়ি মঙ্গলকোটের মুরুলিয়া, শুভেন্দু ঘোষ বাড়ি কাটোয়া থানার জাজিগ্রাম, জয়ন্ত মাঝি বাড়ি কেতুগ্রাম থানার পাঁচন্দী, মাখন মিদ্দে বাড়ি কেতুগ্রাম থানার রাইখা। ধৃতদের বিচারবিভাগের জন্য কাটোয়া আদালতে পাঠায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি খেরুয়া গ্রামের সাধারণ মানুষ ।বৈশাখী দে, আশালতা মন্ডল, সমীর দাস প্রমুখরা বলেন, মঙ্গলকোট থানার আধিকারিকদের আমরা ধন্যবাদ জানাই। সরকারি নিয়ম মেনে বৈধ ভাবে বালি তোলা হলে আমাদের কোন সমস্যা নেই কিন্তু অবৈধভাবে এরকম বালি তুললে আমাদের গ্রাম সমূহ বিপদের সম্মুখীন হয়ে উঠছিল । তাই মঙ্গলকোট থানার আইসি পিন্টু বাবুর সক্রিয়তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই” । অজয় নদের লোচনদাস সেতুর নিচে কড়া নজরদারি বরাবরই রাখে স্থানীয় থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct