জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: স্বামীর গ্রুপ ডি চাকরি বাতিল হওয়ার পর থেকেই অশান্তি চলছিলস। তার জেরে রবিবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী! মৃতের নাম মৌমিতা ঘোষ(৩২)ঘটনা হুগলির বলাগড়ের। বলাগড়ের সীজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের গৌরনই গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষ।২০১৮ সালে গ্রুপ ডি পদে চাকরি পান।ডুমুরদহ ধ্রুবানন্দ হাইস্কুলে চাকরি করছিলেন।হাইকোর্টের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডির চাকরি বাতিল হয়।সেই তালিকায় নাম রয়েছে প্রতাপ ঘোষের।মৌমিতা নিজে ভান্ডারটিকুরির একটি বেসরকারি কলেজে ডি এল এড পড়ছিলেন। প্রাথমিক স্কুলের চাকরির জন্য। চাকরির জন্য সাত লাখ টাকা দিয়েছিল বাবা, জানায় ছেলে প্রণব। মা আশি হাজার টাকা দিয়েছিলেন এক দালালকে এমনটাও দাবী তার।চাকরি বাতিল হতেই মানসিক অবসাদ এবং সাংসারিক অশান্তি শুরু হয় বিভিন্ন কারনে। ধার দেনাও হতে থাকে।জানিয়েছেন প্রতিবেশীরাও। রবিবার সকালে স্বামী মাঠে গেলে ঘরে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন মৌমিতা। সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অরিজিৎ দাস বলেন,বলাগরে কয়েকটা বাড়িতে ইডি সিবিআই রেড করেছে তাই চাকরি দুর্নীতি নিয়ে কথা উঠবে।তবে পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে এটা জানি যে ওই মহিলা এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন পঞ্চায়েত গত ভাবে সেটা আমরা জানি। বিরোধীরা তাদের অভিযোগ করবে এটাই স্বাভাবিক। যারা বিজেপিতে গেল তারা ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে গেল আর যারা তৃণমূল করছে তারা দুর্নীতিগ্রস্ত এটা বলা ঠিক নয়। এই ঘটনার জন্য দলকে দায়ী করাও ঠিক নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct