এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগণার বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র আহ্বানে নীলদর্পন ব্লকে অনুষ্ঠিত হলো শ্রমিক সমাবেশ। সোমবার গোবরাপুর অগ্রগামী স্পোর্টিং ক্লাবের ময়দানে ওই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য ‘আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হন, পাশাপাশি আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দেন। শ্রমিক সমাবেশে বক্তব্য রাখার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা করে বলেন, গোটা রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। গ্রামীণ কর্মসংস্থান নেই, কেন্দ্রীয় বাজেটে কোনো দিশা নেই বলেও কটাক্ষ করেন ঋতব্রত। ঋতব্রতর দাবি, ‘বাম রাম আর কংগ্রেস একত্রিত একটা শক্তি, বাংলাকে ধ্বংস করতে চাইছে। এদের রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করাতে হবে।’ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শ্রমিক সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারায়ণ ঘোষের দাবি আগামী দিনে এই শ্রমিকরাই অশুভ, বিভেদকামী, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শ্রমিকদের পাশে আছেন। তিনি আরও জানান, ‘শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং তাদের সুবিধার জন্য আমারা তাদের হাতে পরিচয় পত্র তুলে দিচ্ছি।’এদিন সভায় বক্তব্য রাখার সময় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ উপস্থিত মহিলাদের উদ্দেশ্য বলেন, আপনারা সবাই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো ? সেসময় বেশ কয়েকজন মহিলা না বলে ওঠেন। এরপর গোপাল শেঠ লক্ষীর ভান্ডার প্রকল্প বঞ্চিত মহিলাদের খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের এমন উদ্যোগে খুশি উপস্থিত মানুষজন। শ্রমিক সমাবেশে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সন্দীপ দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমা বসু, নীলদর্পণ ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি মনিকা হালদার সহ অন্যান্য ব্লক আইএনটিটিইউসি’র সভাপতিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct