নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: দিনশেষে সার্বিকভাবে ফ্লপ হল সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতির কর্মসূচি। নবান্নে রাজ্য সরকারের ৯৬ শতাংশের বেশি কর্মী কর্মবিরতিতে শামিল হলেন না। সোমবার রাজ্য সরকারের তরফে নবান্নে কর্মীদের উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যেখানে নবান্নের তরফে জানানো হয়েছে, এদিন কর্মবিরতির ডাক উপেক্ষা করে ৯৬ শতাংশের বেশি কর্মী অফিসে কাজে যোগ দিয়েছেন। নবান্নের তরফে পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে, অন্যান্য কাজের দিনের তুলনায় সোমবার সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার ছিল অনেক বেশি। ৯৬ শতাংশের বেশি কর্মচারি এদিন কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে নবান্ন। অন্যান্য দিনে এত সংখ্যক কর্মী কাজে যোগ দেন না সাধারণত। সোমবার মহাকরণে কর্মীদের উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ডাকা কর্মবিরতিতে সামিল হলেন না নবান্নের অধিকাংশ কর্মচারি। উল্লেখ্য ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারের কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সোম ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে। সেই আবহে রাজ্য সরকারি কর্মচারিদের ওই দু দিন কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেয় নবান্ন। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আগামী ২০ ও ২১ ফেব্রুয়ায়রি রাজ্য সরকারের কর্মীরা কোনও সিএল নিতে পারবেন না। যারা ওই দুদিন কর্মবিরতিতে অংশ নেবেন তাদের চাকরি জীবনে ১ দিন ছেদ পড়বে এবং তাদের শোকজ করা হবে। পাশাপাশি তাদের এক দিনের বেতনও কেটে নেওয়া হবে। নির্দিষ্ট কারণ ছাড়া কাজ বন্ধ করা যাবে না বলে জানিয়ে দেয় নবান্ন। তবে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে কিংবা পরিবারের কোনও সদস্য মারা গেলে ছুটি মিলবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। নবান্নের সেই কড়া নির্দেশে কাজ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct