আপনজন ডেস্ক: আধুনিক যুগের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে ইউরেশিয়ার দেশ তুরস্ক। ভূমিকম্পের পরে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও হাজার হাজার পরিবার কেবল শোক পালনের জন্য নিখোঁজ স্বজনের লাশ পাওয়ার আকুতি জানাচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশটির পাশে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। নিজ নিজ জায়গা ও সামর্থ্য অনুযায়ী সবাই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। অনেকে নিজের একদিনের বেতন দিয়েছেন, কেউবা আবার সহায়তা তহবিল গঠন করে সাহায্য করছেন। এবার ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করলেন মেহমেত কাকরুহান নামের ৭৪ বছর বয়সী এক তুর্কি নাগরিক। তিনি উমরাহ করার জন্য জমানো সব টাকা তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাতে এ খবর জানিয়েছে মিডেল ইস্ট আই। খবরে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বসবাসের জন্য বানানো অস্থায়ী এক ক্যাম্পে আসেন সেই বৃদ্ধ। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেন। এ সময় তিনি ওমরায় যাওয়ার জন্য তার জমানো টাকা ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct