রঙ্গিলা খাতুন, বেলডাঙা, আপনজন: কেন্দ্রীয় হারে মহার্ঘ্ ভাতার (ডিএ) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৬ সংগঠনের যৌথ মঞ্চ আজ অর্থাৎ সোমবার থেকে দু’দিনের পেন ডাউন বা কর্মবিরতির ডাক দিয়েছে। যার প্রভাব পড়ল মুর্শিদাবাদের বিভিন্ন সরকারি দফতরে। মুর্শিদাবাদের বেলডাঙার কুমার পুর ভোলানাথ মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক রা কর্মবিরতি পালন করেন। শিক্ষকদের বক্তব্য দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ডি এ বন্ধ রেখেছে, কোর্টে ডিএ মিটিয়ে দেওয়ার কথা বললেও রাজ্য সরকার তা অমান্য করছে তাই যৌথ মঞ্চের পক্ষ থেকে এই কর্মবিরতি শুরু করেছি, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে হুশিয়ারি দেন। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন “ ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের অধিকার এটা কোন দান নয় খয়রাতি ও নয়। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা হয়ত মমতা ব্যানার্জির নির্বাচনে নির্ণয়ক ভূমিকা পালন করতে পারেন না বলে তাই তাদেরকে বঞ্চিত হতে হবে। অধীর রাজ্য সরকারকে তীব্র ব্যঙ্গ করে বলেন দিদির ভাড়ার এখন শূন্য। ভাড়ার শূন্য হলেও সামনে ভোটের জন্য তাকে একের পর এক পরিকল্পনা ঘোষণা করতে হবে। এইসব করতে গিয়ে দিদি পড়েছে এক জটিল সমস্যায় এবং সংকটের এক গভীর গহবরে।” রাজ্য সরকার এই কর্মবিরতির মোকাবিলায় কঠোর আবস্থান নিলেও ডি এ দাবিতে অনড় বহু কর্মচারী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct