সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বর্তমান যুবসমাজের খেলাধূলা ও শরীরচর্চার ক্ষেত্রে অনীহা, খেলার মাঠ থেকে বিমুখ।কিন্তু মোবাইল গেম, ড্রাগের নেশা সহ একাধিক নেশায় আসক্ত হয়ে পড়ছে দৈনন্দিন।সেই প্রেক্ষিতে যুব সমাজকে নেশা মুক্ত ও খেলা ধূলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বীরভূমের দুবরাজপুর ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল সোমবার ছিল তার চূড়ান্ত পর্বের খেলা। ক্লাবেরই নিজস্ব ক্রীড়া ময়দানে গত ১১ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল খেলাগুলো।উল্লেখ্য দুবরাজপুর শহর ও ব্লক এলাকার মোট ৮ টি দল খেলায় অংশগ্রহণ করেছিল। এদিন চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় কেন্দুলা ত্রাণ সমিতি ও ইসলাম স্পোর্টস্ এসোসিয়েশন।
কেন্দুলা ত্রাণ সমিতি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। জবাবে ইসলাম স্পোর্টস্ এসোসিয়েশন ব্যাট করতে নেমে ১৭ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। যারফলে চ্যাম্পিয়ন হয় কেন্দুলা ত্রাণ সমিতি। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, ক্লাবের সভাপতি সেখ সর্দার আলী, সহ সম্পাদক সেখ আনোয়ার, ক্রীড়া সম্পাদক সেখ নসিম সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, শরীর ও মনকে ভালো রাখতে খেলাধূলার বিকল্প হয় না। খেলাধূলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধূলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ এমনকী যুব সমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে যেমন ক্ষতিকর, তেমনি মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা। তাই মোবাইল গেম থেকে বিরত রাখা এবং সুন্দর ও সুস্থ জীবন গঠনের লক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে এই নক আউট ডিউস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন বলে আয়োজকরা সেই কথা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct