সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতায় ফের উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা ।শহরের উপকণ্ঠ পার্ক স্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা। ওই ব্যক্তির নাম রাজেশ কাসেরা। এস টি এফ এর অফিসাররা সেই ব্যক্তিকে জেরা করে, আরেকটি আস্তানায় হানা দেয়। সেখানেও পাওয়া গিয়েছে বান্ডিল বান্ডিল টাকা। কলকাতা পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজেশ কাসেরার বাড়ি নিউ আলিপুরে। সোমবার দক্ষিণ কলকাতার ১১৯, পার্ক স্ট্রিটের সামনে থেকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালালে ৫০ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার হয়। এত টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল? এই টাকার উৎস নিয়ে সঠিক কোন বক্তব্য পুলিশকে জানাতে পারেনি ওই ব্যক্তি ।তদন্তের স্বার্থে অফিসাররা তার সঙ্গে থাকা মারুতি সুজুকি গাড়ি, যার নম্বর ডাবলু বি -৯৬ কে ১৪১৪ আটক করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি আর্থিক লেনদেন সহ ৪১ ও ৩৭৯ ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। পার্ক স্ট্রিটে ৫০ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পর ধৃত ব্যক্তির বয়ান অনুযায়ী এস টিএফ অফিসাররা হানা দেয় ১/১, ক্যামাক স্ট্রিটে। রাতে ধৃত ব্যক্তিকে পার্ক স্ট্রিট থানায় এনে ফের ম্যারাথন জেরা করা হয়। ক্যামাক স্ট্রিট থেকে সবমিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ এক কোটি পেরিয়ে গিয়েছে।