আপনজন ডেস্ক: রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে নিয়ম বদল করল বর্তমান শাসনাধীন তৃণমূল সরকার। বাম সরকারের আমলে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগে যে নিয়ম অনুসরণ করা হত, তার পরিবর্তন করেছিল তৃণমূল সরকার। এবার প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগে বাম আমলের নিয়োগ পদ্ধতিকেই ফিরিয়ে আনা হল। এ ব্যাপারে রাজ্যের শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম বদলের কথা জানিয়েছে। এর ফলে এবার থেকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দেবেন জেলা স্কুল পরিদর্শকরা। রাজ্যের শিক্ষা দফতর আর এই নিয়োগের অনুমোদনে থাকবে না। জানা গেছে, ২০১৮ সালের আগে পর্যন্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুমোদন দিতেন জেলা স্কুল পরিদর্শকরা। বাম আমলের সেই নিয়ম তৃণমূল সরকার ২০১৮ সালে বদল করে। তার পর থেকে এই নিয়োগে স্কুল শিক্ষা দফতরের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে যখন রাজ্যজুড়ে বিতর্ক, তখন সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হল। ফলে ফিরে এল বাম আমলের নিয়ম। এর ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিকেন্দ্রীকরণের প্রতিফলন ঘটবে বলে মনে করছে শিক্ষা মহল। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘শিক্ষা দফতরের থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালের যে নিয়ম ছিল তা প্রত্যাহার করে নেওয়া হল। ২০১৮ সালে ডিপিএসই-র হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ডিপার্টমেন্ট নিয়েছিল। সেখানে বলা হয়েছিল ডিপিএসই যে প্যানেল তৈরি করতে বা ডিপার্টমেন্টে পাঠাতে হবে এবং ডিপার্টমেন্ট অনুমোদন করলে তবে প্রধান শিক্ষক নিতে পারবে। কিন্তু আজ সেই নির্দেশ প্রত্যাহার হয়ে গেল। এর ফলে দুর্নীতিমুক্তভাবে প্রধান শিক্ষক নিয়োগ হবে এবং প্রাথমিক স্কুলগুলি অনেকটা সুরক্ষিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct