এম মেহেদী সানি, বারাসত, আপনজন: বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আহ্বানে জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বারাসতের পশ্চিম খিলকাপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত ওই কর্মী সম্মেলনে এক ঝাঁক তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি তৃণমূল নেতা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোঃ সাহানোয়াজ, চেয়ারম্যান মোঃ নজির উদ্দিন, গিয়াসউদ্দিন মন্ডল বাবলু, সুসান্ত মণ্ডলদের তত্ত্বাবধানে আয়োজিত ওই কর্মী সম্মেলন থেকে তৃণমূল নেতৃত্বরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তায় কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে সংখ্যালঘু সেলের আয়োজিত ওই কর্মী সম্মেলন। এদিন উপস্থিত সাংসদ, রাজ্যের মন্ত্রী, বিধায়করা পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের ময়দানে নেমে পড়ার অনুরোধ করেন। পাশাপাশি সকল বক্তারাই আইএসএফ সহ আব্বাস সিদ্দিকী ও নওসাদ সিদ্দিকীর বিরোধিতায় সরব হন।
আগামী পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের কিভাবে কাজ করতে হবে তা আলোচনা করেন সর্ব ভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ডা: কাকলি ঘোষ দস্তিদার। কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তরফে সংখ্যালঘু উন্নয়নের খতিয়ান তুলে ধরেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান হাড়োয়া বিধানসভার বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতিন হাজী সেখ নরুল ইসলাম। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে ভূয়সী প্রশংসা করতে দেখা যায় রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জীর। তিনি বলেন ‘ইসলাম ধর্মের মধ্যে যে সাম্য আছে আর কোনো ধর্মের মধ্যে এটা নেই।’ ইসলাম ধর্মকে তিনি শ্রেষ্ঠ ধর্ম বলেও মন্তব্য করেন। এদিন সমস্ত বক্তারা কার্যত আইএসএফ ও বিজেপিকে নিশানা করে কড়া সমালোচনা করেন। বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার, হাড়োয়ার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হাজী সেখ নুরুল ইসলাম, অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী, দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাদ্রাসা শিক্ষক নেতা পীরজাদা একেএম ফারহাদ, ইসা সরদার, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা, বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি, আরশাদ-উর-জামান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct