সন্ন্যাসী কাউরী, চন্দ্রকোনা, আপনজন: চাষের খরচ কয়েক গুণ বাড়লেও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষীরা। আলুর ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। রবিবার সারা ভারত কৃষক সভার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় বিক্ষোভ দেখান আলু চাষিরা। আলুর ন্যায্য মূল্য সহ একাধিক দাবিতে কয়েক ঘন্টা পথ অবরোধ করেন তারা। এদিন ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেশপুর, দাসপুর সহ বিভিন্ন এলাকার আলু চাষিরা বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। আলুর দাম কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা, বর্গাদার পাট্টাদার উচ্ছেদ বন্ধ করা, সরকারকে ন্যায্য মূল্যে আলু কেনার ব্যবস্থা করা, বোরো চাষের জল সরবরাহ সহ বিভিন্ন দাবিতে এদিন কৃষকেরা সোচ্চার হোন। এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার নেতা রামেশ্বর দোলুই, শ্যাম পান্ডে, শ্যামসুন্দর জানা, চিন্ময় পাল সহ কৃষক সভার অন্যান্য নেতৃত্ব। এদিন পথ অবরোধের ফলে চন্দ্রকোনা ক্ষীরপাই ঘাটাল রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ প্রশাসন এলে অবরোধ তুলে নেন বিক্ষোভরত কৃষকেরা । দাবি না মিটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেন কৃষক সভার নেতৃত্ব।
উল্লেখ্য, ঘাটাল ও মেদিনীপুর মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষকেরা ব্যাঙ্ক থেকে মোটা টাকা ঋণ নিয়ে আলু, ধান, তিল, লঙ্কা, ইত্যাদি চাষ করে থাকেন। চাষের খরচ দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়লেও ফসলের ন্যায্য মূল্য কৃষকেরা পাচ্ছেন না। ফলে ফি বছর লোকসানে পড়তে হচ্ছে চাষীদের। গত দুইদিন আগে ঘাটালের এক কৃষক লঙ্কা চাষে লোকসান হওয়ায় ট্রাক্টর দিয়ে সমস্ত গাছ নষ্ট করে দিতে বাধ্য হন। এবছর আলু চাষিরা চড়া দামে আলু বীজ কিনে চাষ করেছিলেন। তার ওপর রয়েছে সার কীটনাশক সহ অন্যান্য খরচ। চাষিরা আলু বিক্রি করে পাচ্ছেন প্রতি কুইন্টাল ৪০০ থেকে ৫০০ টাকা। আলুর দাম না পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের কপালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct